যুক্তরাষ্ট্র ভারতকে সস্তায় তেল দিতে পারবে না

রয়টার্স ফাইল ছবি।
রয়টার্স ফাইল ছবি।

যুক্তরাষ্ট্রের তেলের ব্যবসা বেসরকারি খাতের হাতে। তাই মার্কিন সরকারের পক্ষে ভারতকে সস্তায় তেল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়। মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রস সম্প্রতি এ কথা বলেছেন। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এত দিন ভারতের জন্য শিথিল ছিল। কিন্তু এখন আর তা নেই। অথচ ইরান এত দিন কম মূল্যে ভারতকে তেল সরবরাহ করে এসেছে। ইরানের তেল কেনায় নিষেধাজ্ঞা থাকায় যুক্তরাষ্ট্র ভারতকে কম মূল্যে তেল দেবে কি না—এমন প্রশ্নের জবাবে উইলবার রস বলেন, ‘তেল বেসরকারি খাতে থাকায় সরকারের পক্ষে কোম্পানিগুলোকে কম দামে তেল বিক্রি করতে বাধ্য করা সম্ভব নয়।’ বিজনেস স্ট্যান্ডার্ড