বাংলাদেশ ফুটবল দলের স্পনসর টিভিএস

টিভিএস বাংলাদেশ ফুটবল দলের স্পনসর হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে। ছবি: প্রথম আলো
টিভিএস বাংলাদেশ ফুটবল দলের স্পনসর হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে। ছবি: প্রথম আলো

মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিভিএস বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অফিশিয়াল স্পনসর হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে। প্রাথমিক ভাবে টিভিএস লোগোসংবলিত জার্সি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও অন্য খেলোয়াড়দের কাছে হস্তান্তর করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, টিভিএস মোটর কোম্পানি বাংলাদেশে টু-হুইলারের একমাত্র পরিবেশক-টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের জাতীয় ফুটবল দলকে দুই বছরের জন্য স্পনসর করবে। চলতি মাসে বিশ্বকাপ ও এশিয়া কাপের কোয়ালিফায়াররা উন্ড দিয়ে ফুটবল দলের সঙ্গে স্পনসর যাত্রা শুরু করবে টিভিএস। এ দুই বছরে বিশ্বকাপ, এশিয়া কাপ কোয়ালিফায়ার ছাড়াও আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ ম্যাচ ও বিএফএফ ইন্টারন্যাশনাল কাপও রয়েছে। জাতীয় ফুটবল দলের স্পনসরশিপ ছাড়াও টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল—এ টাইটেল স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে।

এ উপলক্ষে টিভিএস মোটর কোম্পানি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আর দীলিপ বলেন, ‘আমরা টিভিএস মোটর কোম্পানি সব সময় বাংলাদেশের যুবকদের দৃঢ়ভাবে সাপোর্ট করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকি, যারা আমাদের মূল কাস্টমারের একটি বিশাল অংশ। আমরা বাংলাদেশ ফুটবলের দলের স্পনসর হতে পেরে খুবই আনন্দিত।’

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে. একরাম হুসাইন বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা বাংলাদেশ ফুটবল টিমের অফিশিয়াল স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ হতে পেরেছি। ফুটবল জনপ্রিয়তার দিক থেকে বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম খেলা এবং বিভিন্ন বয়সী দর্শকদের মধ্যে এর অতুলনীয় জনপ্রিয়তা রয়েছে।’