ঈদের কারণে মে মাসে মূল্যস্ফীতি বেড়েছে

মে মাসে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, মে মাসে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৬৩ শতাংশ। গত এপ্রিল মাসে এই হার ছিল ৫ দশমিক ৫৮ শতাংশ। 

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মূল্যস্ফীতির হালনাগাদ পরিস্থিতি তুলে ধরেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী।
একই অনুষ্ঠানে বিবিএসের মহাপরিচালক কৃষ্ণা গায়েন জানান, ঈদের কারণে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।

গত মে মাসে সার্বিকভাবে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমলেও খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়েছে। বিবিএসের তথ্য উপাত্ত অনুযায়ী, গত মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৪৯ শতাংশ। গত এপ্রিল মাসে এই হার ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ। গত মে মাসে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে ৫ দশমিক ৮৪ শতাংশ হয়েছে। গত এপ্রিল মাসে এই হার ছিল ৫ দশমিক ৬৪ শতাংশ।

বিবিএস বলছে, গত মে মাসে গ্রামের চেয়ে শহরের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বেশি ছিল। গত মে মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৯৬ শতাংশ, আর গ্রামে ছিল এ হার ৫ দশমিক ৪৪ শতাংশ।