আট দিন পর বাড়ল সূচক

নিয়ন্ত্রক সংস্থার নানা পদক্ষেপে সূচক কিছুটা বেড়েছে পুঁজিবাজারে। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩২ পয়েন্ট। লেনদেন শেষে সূচক অবস্থান করছে ৫ হাজার ১২৪ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ২৭১ কোটি ৭৬ লাখ টাকা। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৮৩ পয়েন্ট।

এর আগে টানা আট কার্যদিবসে ডিএসইএক্স সূচক কমে ২৮৯ পয়েন্ট। সাড়ে ৩১ মাসের মধ্যে নেমে আসে সর্বনিম্ন অবস্থানে। কেবল গতকালই সূচকটি কমে ৮৮ পয়েন্ট। ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি মাসের ১১ কার্যদিবসের মধ্যে নয় দিনই সূচক কমেছে। বাজার ইতিবাচক ধারায় আনতে পদক্ষেপ নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

ডিএসইতে আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২২টি, কমেছে ৯৪টি ও অপরিবর্তিত আছে ৩৬টির দর। আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো সি পার্ল বিচ রিসোর্ট, ফরচুন সুজ, ব্র্যাক ব্যাংক লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, গ্রামীণফোন, ঢাকা ইনস্যুরেন্স ও স্কয়ার ফার্মা।

দর বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্লোবাল ইনস্যুরেন্স, বে লিজিং, মাইডাস ফাইন্যান্স, আরএন স্পিনিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও জাহিন টেক্সটাইল।

দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ফার্স্ট ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, ফেডারেল ইনস্যুরেন্স, জিল বাংলা, প্রিমিয়ার সিরামিকস, প্রাইম ইনস্যুরেন্স, সায়হাম কটন, রহিম টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ও নর্দান জুট ম্যানুফ্যাকচারিং।

অন্যদিকে, সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৪ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টি, কমেছে ৮৯টি ও অপরিবর্তিত আছে ২৭টির দর।