বিডায় এক ক্লিকেই অনুমোদন

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এখন থেকে তাদের ওয়েবসাইটে পাঠানো রেমিট্যান্স, রয়্যালটি, টেকনিক্যাল নো-হাউ ইত্যাদির ফি বা মাশুল বাবদ অর্থ বিদেশে পাঠানোর অনুমোদন দেবে এক ক্লিকেই। অবশ্য এ ক্ষেত্রে যথাযথ নথিপত্রসহ আবেদন করতে হবে।

আজ বিডার এক সভায় এ কথা জানান সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম। এ সময় তিনি অনলাইনে টেকনো ড্রাগস লিমিটেডের টেকনিক্যাল নো-হাউ ফি ও এসএস স্টিল প্রাইভেট লিমিটেডের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফি এবং মিনিসো হংকং লিমিটেডের ফ্র্যাঞ্চাইজি ফির অনুমোদন করেন। বিডা এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

কাজী আমিনুল ইসলাম বলেন, এখন থেকে এক দরজায় সেবা বা ওয়ান স্টপ সার্ভিসের (ওএসএস) মাধ্যমে বিডার ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট লগ ইন করে আবেদনের মাধ্যমে সঙ্গে সঙ্গেই এ ধরনের সেবা পাওয়া যাবে। ফলে বিনিয়োগ সেবাপ্রত্যাশীদের আর অপেক্ষা করতে হবে না। এ ছাড়া কোনো ঘাটতি থাকলে তা-ও জানিয়ে দেওয়া হবে।

বিডার চেয়ারম্যান বলেন, এর ফলে বিনিয়োগকারীদের অযথা সময় ব্যয় করতে হবে না।