সূচকের উত্থানে পার হলো সপ্তাহ

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে আজ দেশের দুই পুঁজিবাজারে। লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৯৩ পয়েন্ট।

আগের দিনের বড় উত্থানের পর গতকাল বুধবার বাজারে বড় পতন ঘটতে ঘটতে ঘটেনি। দিন শেষে গতকাল ডিএসইএক্স সূচকটি আগের দিনের একই অবস্থানে থেকে যায়। মঙ্গলবার ডিএসইএক্স সূচকটি ১১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৭ পয়েন্টে উঠেছিল। ডিএসইএক্স গতকাল লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টার মধ্যেই ৫৮ পয়েন্ট কমে যায়। পরে সেখান থেকে সূচকটি টেনে তোলা হয়। সেই ধারাবাহিকতায় আজ উত্থান দেখা গেছে সূচকে। সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে মাত্র ৩ পয়েন্ট।

আজ মোট লেনদেনের পরিমাণ ৪৬৭ কোটি ৯৩ লাখ টাকা, যা গত কার্যদিবসের চেয়ে ৮৭ কোটি টাকা বেশি, ওই দিন লেনদেন হয় ৩৮০ কোটি ৫৯ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৬টির, কমেছে ৭১টির, অপরিবর্তিত আছে ৩৫টির দর।

আজ লেনদেনের শীর্ষে ছিল যে কোম্পানিগুলো সেগুলো হলো—ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, বেকন ফার্মা, সিঙ্গারবিডি, ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড ও ডরিন পাওয়ার।

দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, মেট্রো স্পিনিং, এসইএমএল লেকচার ইকুটি ম্যানেজমেন্ট, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, ওয়াটা কেমিক্যালস লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ, কে অ্যান্ড কিউ, এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, সি পার্ল, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ইনস্যুরেন্স, প্রিমিয়ার ইনস্যুরেন্স, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ইসলামি ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেড ও আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

অপরদিকে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৫টির, কমেছে ৬৩টির, অপরিবর্তিত আছে ১৫টির দর।