পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বললেন, ট্যানারি বর্জ্য নদীতে ফেলা হয়

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাভারের হেমায়েতপুরের পরিকল্পিত শিল্পনগরীর বর্জ্য নদীতে ফেলা হয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম রফিক আহাম্মদ। তিনি বলেন, চামড়াশিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপি) ক্রোম রিকভারি ইউনিট প্রায়ই বন্ধ থাকে। বর্জ্য বাইপাস লাইন দিয়ে সরাসরি পাশের ধলেশ্বরী নদীতে ফেলা হয়। কঠিন বর্জ্যও যত্রতত্র ফেলা হচ্ছে। তিনি বলেন, চামড়াশিল্প নগরীর অবস্থার উন্নতি হচ্ছে—এমন কথা বলা হলেও বাস্তবতা হচ্ছে, উন্নয়ন কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না।

ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আজ বৃহস্পতিবার আয়োজিত ‘চামড়া শিল্পনগরীতে উৎপাদন পরিস্থিতি ও টেকসই উন্নয়নে প্রস্তাব’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম রফিক আহাম্মদ। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) ও বাণিজ্য মন্ত্রণালয়ের লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল সেমিনারটি আয়োজন করে।

বিটিএ সভাপতি শাহীন আহমেদ বলেন, ‘হেমায়েতপুরের চামড়াশিল্প নগরীতে অবকাঠামো সার্বিক অর্থে যেমন পাওয়া কথা ছিল, সেটি আমরা পাইনি। সে জন্য শিল্পনগরীর ১২১ ট্যানারির ১২০ কোটি বর্গমিটার চামড়া উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে হচ্ছে মাত্র ২০ কোটি বর্গমিটার। চামড়া ও চামড়া পণ্যের রপ্তানি কমে গেছে। চামড়ার জুতা রপ্তানি বাড়লেও তার জন্য প্রয়োজনীয় ৬০ শতাংশ চামড়া বিদেশ থেকে আমদানি করতে হয়।’

চামড়াশিল্পে কর্মরত শ্রমিকদের সংগঠন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সামাজিক, পরিবেশ ও কোয়ালিটি কমপ্লায়েন্স ছাড়া ব্যবসা সম্ভব নয়। হাজারীবাগ থেকে হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের পর উৎপাদন ও রপ্তানি কমেছে। অনেক শ্রমিক চাকরি হারিয়েছেন। তিনি বলেন, ‘চামড়াশিল্প নগরীর দৃশ্যমান অগ্রগতি হচ্ছে। তবে এখনো আমরা আধুনিক শিল্পনগরীর কাছাকাছি যেতে পারিনি।’

সেমিনারে প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘চামড়া খাতে অপার সম্ভাবনা থাকলেও সেটিকে কাজে লাগাতে পারিনি আমরা। হাজারীবাগের অসমাপ্ত কাজ আমরা দ্রুত শেষ করব। সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হবে।’

সেমিনারে আরও বক্তব্য দেন শিল্পসচিব মো. আবদুল হালিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, রুপা ট্যানারির স্বত্বাধিকারী আবু তাহের প্রমুখ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আবু ইউসুফ।