প্রণোদনায় বাড়ল প্রবাসী আয়

প্রবাসী আয়ে ২ শতাংশ প্রণোদনার ঘোষণায় গত জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে। গত জুলাই মাসে ১৬০ কোটি ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক শতাংশ বেশি। এ ছাড়া কোরবানির ঈদের কারণেও আয় বেড়েছে বলে মনে করেন ব্যাংকাররা। গত বছরের জুলাই মাসে ১৩২ কোটি ডলারের আয় আসে।

জানা যায়, ২০১৯-২০ অর্থবছরের প্রথম জুলাইয়ে ১৫৯ কোটি ৭৭ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৭ কোটি ৭৮ লাখ ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। আর ৪০টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১১৮ কোটি ২৯ লাখ ডলার। আর নয়টি বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ডলার। ইসলামী ব্যাংক একাই এনেছে ৩০ কোটি ডলার, অগ্রণী ১৬ কোটি ও ডাচ বাংলা ১৫ কোটি ডলার।

নতুন বাজেটে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী, ১ জুলাই থেকে প্রবাসীরা ১০০ টাকা দেশে পাঠালে ২ টাকা প্রণোদনা পাবেন। বাজেটে এ জন্য ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

২০১৭-১৮ অর্থবছরের চেয়ে ২০১৮-১৯ অর্থবছরে সাড়ে ৯ শতাংশ রেমিট্যান্স বেশি পাঠায় প্রবাসীরা। গত ২০১৮-১৯ অর্থবছরে এক হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ডলারের প্রবাসী আয় আসে।