রিমোট নয় টিভি চলবে মুখের কথায়

ন্যাশনাল টিভি
ন্যাশনাল টিভি

উন্নত প্রযুক্তিসংবলিত ‘অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল গুগল টেলিভিশন’ বাজারে এনেছে দেশের সুপরিচিত ইলেকট্রনিক পণ্যের ব্র্যান্ড ভিশন। রিমোট কন্ট্রোলে বাটন না চেপে কথা বলে এ টিভির চ্যানেল বদল করা যাবে। রাজধানীর বাড্ডায় প্রিমিয়ার প্লাজায় এক অনুষ্ঠানে গতকাল রোববার টিভিটির উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

ভিশনের ভয়েস কন্ট্রোল টিভিতে রয়েছে গুগলের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডচালিত টিভি প্রযুক্তি। ফলে ইন্টারনেট সংযোগের মাধ্যমে এতে ইউটিউব ও আইফ্লিক্সের মতো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোয় সরাসরি ভিডিও দেখার সুযোগ পাওয়া যাবে। ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেমের এ টিভির দাম পড়বে যথাক্রমে ৯৭ হাজার, ১ লাখ ৬৮ হাজার ও ৩ লাখ ২৫ হাজার টাকা।

অনুষ্ঠানে আর এন পাল বলেন, ‘পণ্যের গুণগত মানের কারণে দেশীয় ব্র্যান্ড ভিশন ভালো সাড়া পেয়েছে। ক্রেতাদের চাহিদা বিবেচনায় রেখে আমরা মানসম্মত ইলেকট্রনিক পণ্য আনার চেষ্টা করছি।