সোনার পথে হেঁটেছে রুপা

মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্যযুদ্ধ আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতু সোনার দাম বাড়িয়ে দিয়েছে। পণ্যটির দাম আউন্সপ্রতি বেড়েছে ৮৩ ডলার। রুপাও হেঁটেছে একই পথ ধরে, মানে সেটির দামও বেড়েছে। আন্তর্জাতিক পণ্যবাজারে গত আগস্ট মাসে সোনা-রুপার দামে এমন প্রবণতাই দেখা গেছে। এই মাসে জুলাইয়ের তুলনায় সয়াবিন ও পাম তেলের দামও বেড়েছে। তবে কমেছে জ্বালানি তেল, গম, চিনি, কয়লা, তুলা প্রভৃতির দাম। 

সোনা

সাধারণত বৈশ্বিক বা আঞ্চলিক রাজনীতিতে উত্তেজনা, অস্থিরতা দেখা দিলে কিংবা অর্থনীতিতে স্থবিরতা বিরাজ করলে বা মন্দার শঙ্কা থাকলে আন্তর্জাতিক বাজারে ‘সেফ হ্যাভেন’ বা ‘নিরাপদ বিনিয়োগ উপকরণ’ খ্যাত সোনার চাহিদা বেড়ে যায়। বদৌলতে মূল্যবান ধাতুটির দাম বাড়ে। আগস্টে সোনার বাজারে তেমনটাই দেখা গেছে। তাই তো সোনার দাম আউন্সপ্রতি ৮৩ ডলার বেড়েছে। ফলে প্রতি আউন্সের দাম ১ হাজার ৪১৩ ডলার থেকে বেড়ে দেড় হাজার ডলারে উঠেছে। চলতি মাসের প্রথম কয়েক দিনে সোনার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও পরে অবশ্য কমেছে। 

রুপা

সোনার দাম বাড়লে বিশ্ববাজারে রুপার দামেও প্রভাব পড়ে। সে অনুযায়ী আগস্টে রুপার আউন্সপ্রতি দাম ২ ডলার বেড়ে ১৭ ডলার ছাড়িয়েছে। এক মাসে এই দর ছিল ১৫ ডলার। চলতি মাসে ইতিমধ্যে পণ্যটির আউন্সপ্রতি দাম আরেকটু বেড়ে ১৮ ডলারের ওপরে উঠেছে। 

জ্বালানি তেল

কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে কমবেশি ওঠা-নামা লক্ষ করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত মাসে ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৭ ডলার কমেছে। ফলে এক মাসে পণ্যটির দাম ৬৪ ডলার থেকে কমে ৫৯ দশমিক ৩ ডলারে নেমেছে। তবে তেলের দামে ওঠা-নামার প্রবণতা এখনো অব্যাহত। 

পাম তেল ও সয়াবিন তেল

আলোচ্য মাসে পাম তেলের দাম মোটামুটি বেড়েছে। টনপ্রতি দাম ৪২ ডলার বেড়ে ৫৮৬ ডলারে উঠে গেছে। আগের মাসে এই দর ছিল ৫৪৪ ডলার। পাম তেলের পথ ধরে সয়াবিন তেলের দামও আগস্টে খানিকটা বেড়েছে। প্রতি টনের দাম ৭৯৩ ডলারে উঠেছে, যা আগের মাসে ছিল ৭৪৮ ডলার। এক মাসে টনপ্রতি বেড়েছে ৪৫ ডলার। 

গম

গমের দাম প্রতি টনে ১৫ ডলার কমে ১৮১ ডলার হয়েছে। এর আগের মাসে গমের টনপ্রতি দাম ছিল ১৯৬ ডলার। 

চিনি

চিনির দাম সামান্য কমেছে। ১০ ডলার কমে টনপ্রতি দাম ২৭০ ডলারে নেমেছে। এই দর আগের মাসে ছিল ২৮০ ডলার। 

কয়লা

বিশ্ববাজারে কয়লার দাম টনপ্রতি সাড়ে ছয় ডলার কমে ৬৫ দশমিক ৬০ ডলারে নেমেছে, যা আগের মাসে ছিল ৭১ দশমিক ১ ডলার। 

তুলা

আন্তর্জাতিক বাজারে আগস্টে তুলার দাম কমেছে। পণ্যটির টনপ্রতি দাম কমে ১ হাজার ৬৭০ ডলারে নেমেছে। এই দর আগের মাসের ১ হাজার ৫৬০ ডলারের তুলনায় ৯০ ডলার বেশি। 

সূত্র: বিশ্বব্যাংক