ওয়াসার বিল সংগ্রহে পুরস্কার পেল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

ঢাকা ওয়াসার বিল সংগ্রহে সাফল্যর কারণে ২০১৮-১৯ অর্থ-বছরে প্রথম স্থান অধিকার করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। সেই পুরস্কার ব্যাংকটির এমডির হাতে তুলে দেওয়া হচ্ছে। ছবি: প্রেস বিজ্ঞপ্তি
ঢাকা ওয়াসার বিল সংগ্রহে সাফল্যর কারণে ২০১৮-১৯ অর্থ-বছরে প্রথম স্থান অধিকার করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। সেই পুরস্কার ব্যাংকটির এমডির হাতে তুলে দেওয়া হচ্ছে। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা ওয়াসার বিল সংগ্রহকারী ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ বিল সংগ্রহ করে ২০১৮-১৯ অর্থ-বছরে প্রথম স্থান অধিকার করল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে গত শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ঢাকা ওয়াসা বিল কালেকশন অ্যাওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পুরস্কারের তুলে দেওয়া হয়।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ওয়াসার বিল ৩৩টি ব্যাংকে দেওয়া যায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীর কাছে পুরস্কারের সনদ ও ক্রেস্ট তুলে দেন। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব হেলাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যেকোনো শাখায়, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফার্স্টপে শিওর ক্যাশ ও মোবাইল অ্যাপস ‘এফএসআইবিএল ক্লাউড’—এই তিন মাধ্যমেই তাৎক্ষণিকভাবে ঢাকা ওয়াসার বিল জমা দেওয়া যায়।