ঘরে বসেই ঘর খোঁজার অনলাইন আবাসন মেলা শুরু বৃহস্পতিবার

ডিবিএল সিরামিকস ও প্রথম আলো ডটকমের আয়োজিত অনলাইন আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ঢাকা, ১৮ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
ডিবিএল সিরামিকস ও প্রথম আলো ডটকমের আয়োজিত অনলাইন আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ঢাকা, ১৮ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

বাড়ি, প্লট বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে প্রকল্প এলাকা ঘুরে ঘুরে দেখার যে ঝক্কি, তা অনেকটাই লাঘব হতে যাচ্ছে। স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে বিস্তারিত দেখে, বুঝে কেনার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আবারও এসে গেছে। প্রথম আলো দেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে অনলাইন আবাসন মেলার। এ মেলা দেখতে আপনাকে কোথাও যেতে হবে না। শুধু www.abashonmela.pro —এই ঠিকানায় ঢুঁ মারলেই চলবে। এখানে পাওয়া যাবে জমি, বাড়ি ও ফ্ল্যাটের বিশাল সমাহার। www.prothomalo.com –এ গেলেও মেলায় ঢোকা যাবে।

এ বছরের জানুয়ারিতেই হয়েছিল দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনলাইন আবাসন মেলা। কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ডিবিএল সিরামিকস–প্রথম আলো ডট কম অনলাইন আবাসন মেলা। ‘ঘরে বসেই ঘর খুঁজুন’ শিরোনামের এই মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষস্থানীয় ৬২টি আবাসনপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও বগুড়ার নানা আবাসন প্রকল্প এই মেলায় থাকছে। দেশের বিভিন্ন স্থানের ৮ হাজার ২২৫টি ফ্ল্যাট, ৪ লাখ ৭০ হাজার কাঠা জমি, ১৭ লাখ বর্গফুট বাণিজ্যিক স্পেস থাকছে বিক্রির জন্য।

১৯ থেকে শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা। মেলায় আগ্রহী ব্যক্তিরা প্রকল্পগুলোর বিস্তারিত দেখতে পারবেন। চাইলে অনলাইনেই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া ওয়েবসাইটে গেলে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সরাসরি চ্যাট করে তথ্য জেনে নেওয়া যাবে।

ডিবিএল সিরামিকস ও প্রথম আলো ডটকমের যৌথ উদ্যোগে আয়োজিত অনলাইন আবাসন মেলার উদ্বোধন করা হয়। ঢাকা, ১৮ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
ডিবিএল সিরামিকস ও প্রথম আলো ডটকমের যৌথ উদ্যোগে আয়োজিত অনলাইন আবাসন মেলার উদ্বোধন করা হয়। ঢাকা, ১৮ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

আজ বুধবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা ছাড়াও বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান, আয়োজনের পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেলার টাইটেল স্পনসর ডিবিএল সিরামিকস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের প্রথম আলো ও রিহ্যাবকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘প্রথমবারের মতো জানলাম যে অনলাইনে প্লট, ফ্ল্যাট বা জমি বিক্রি হয়। এর মাধ্যমে ঘরবাড়ি কেনার ঝক্কি অনেক কমে যাবে। ঘরে বসে বা গাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে প্রকল্প দেখে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে।’

মেলার স্ট্র্যাটেজিক পার্টনার রিহ্যাব। সংগঠনটির সভাপতি আলমগীর শামসুল আলামীন মেলার জন্য শুভকামনা জানান। প্রথম আলো তাদের উদ্যোগের সঙ্গে রিহ্যাবকে যুক্ত করে রিহ্যাবকে সম্মানিত করেছে। তিনি বলেন, ‘গতবার যখন প্রথম আলো এই উদ্যোগের কথা আমাদের জানিয়েছিল, তখন আমরা একটু আশ্চর্যই হয়েছিলাম। কিন্তু তারা আমাদের বোঝাতে সক্ষম হয়েছে যে এটাই ক্রেতাদের কাছে পৌঁছার নতুন ও গুরুত্বপূর্ণ পথ।’

ডিবিএল সিরামিকস ও প্রথম আলো ডটকমের আয়োজিত অনলাইন আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ঢাকা, ১৮ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
ডিবিএল সিরামিকস ও প্রথম আলো ডটকমের আয়োজিত অনলাইন আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ঢাকা, ১৮ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

রিহ্যাবের সভাপতি মনে করেন, তাঁদের ১ হাজার ২০০ সদস্যের জন্য এটি একটি মোক্ষম সুযোগ। ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে উল্লেখ করে রিহ্যাবের সভাপতি বলেন, নতুন প্রজন্মের ক্রেতাদের কাছে পৌঁছাতে এ ধরনের উদ্যোগের বিকল্প নেই। তিনি বলেন, ‘শুরু থেকেই এই উদ্যোগের সঙ্গে আছি, সামনেও থাকব।’

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ব্যবসা-বাণিজ্যকে সব সময়ই গুরুত্ব দেওয়া হয় প্রথম আলোতে। প্রথম আলোর পাতায় ব্যবসা-বাণিজ্য এবং শিল্পকারখানার ইতিবাচক খবর ছাপার জন্য ‘এবং বাণিজ্য’ নামে ক্রোড়পত্র প্রকাশের তথ্যও তুলে ধরেন তিনি। প্রথম আলোর সম্পাদক আরও বলেন, বাংলাদেশের প্রধান একটি শিল্প আবাসনশিল্পকে গুরুত্ব দিয়েই প্রথম আলো অনলাইন আবাসন মেলার উদ্যোগ নিয়েছে। মানুষ এখন নতুন নতুন প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছে। নতুন নতুন বিষয়ের কথা ভেবেই ব্যবসাকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ডিবিএল সিরামিকস ও প্রথম আলো ডটকমের আয়োজিত অনলাইন আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামীন। ঢাকা, ১৮ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
ডিবিএল সিরামিকস ও প্রথম আলো ডটকমের আয়োজিত অনলাইন আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামীন। ঢাকা, ১৮ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

রিচমন্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম ওবায়েদুল্লাহ জানান, গতবারের মেলায় তাঁরা একটি ফ্ল্যাট ও তিনটি প্লট বিক্রি করেছেন। এবার আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

র‍্যাংগস প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মাশিদ রহমান বলেন, ‘আমরা ডিজিটাল প্ল্যাটফর্মকে গুরুত্ব দিই। গতবার মেলায় অংশ নেওয়ার অভিজ্ঞতা ভালো হওয়ার কারণে এবারও অংশ নিচ্ছি।’ তিনি আশা প্রকাশ করে বলেন, আবাসন খাতকে এগিয়ে নিতে সবাই একসঙ্গে কাজ করতে হবে।

আনোয়ার ল্যান্ডমার্কের নির্বাহী পরিচালক সেলিনা তারেক বলেন, মানসম্মত আবাসন নিশ্চিত করতে ১৮৩৪ সালে আনোয়ার ল্যান্ডমার্কের যাত্রা। এই সময়ে এসে ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁদের যুক্ত করার জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানান তিনি। একই প্রতিষ্ঠানের আরেক নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) নুর-ই-আলম সিদ্দিক প্রথম আলোর উদ্যোগকে স্বাগত জানান। তিনি মনে করেন, সবাই একসঙ্গে কাজ করলে আবাসন খাতকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

ডিবিএল সিরামিকস ও প্রথম আলো ডটকমের যৌথ উদ্যোগে আয়োজিত অনলাইন আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ঢাকা, ১৮ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
ডিবিএল সিরামিকস ও প্রথম আলো ডটকমের যৌথ উদ্যোগে আয়োজিত অনলাইন আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ঢাকা, ১৮ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

অনুষ্ঠানের শুরুতে প্রথম আলোর ডিজিটাল বিজনেসের ব্যবস্থাপক জাবেদ সুলতান মেলার নানা দিক তুলে ধরেন। প্রথম আলো ডিজিটালে আবাসন সংস্থাগুলো কী ধরনের সুবিধা পেতে পারে, সে তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘এ বছরের জানুয়ারিতে অনলাইন আবাসন মেলার আয়োজন করা হয়েছিল। ওই আয়োজনে ২ লাখের বেশি সক্রিয় দর্শনার্থী ছিলেন। আমরা জেনেছি, সেখানে ৬০টির বেশি প্রকল্প বিক্রি হয়েছে।’ এ অভিজ্ঞতা থেকে আগামী বছর থেকে জুন ও ডিসেম্বরে এই মেলা করার ইচ্ছা আছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিপ্রপার্টি ডটকমের বিপণন ব্যবস্থাপক মেহজাবিন চৌধুরী, নাভানা রিয়েল এস্টেট লিমিটেডের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন, মেরিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এন ই খোদা প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া ও কামাল মাহমুদ, পরিচালক শাকিল কামাল চৌধুরী, সচিব আজমল হোসেন, সিটি লাইট রিয়েল এস্টেটের চেয়ারম্যান মো. শহীদুল হক, এশিয়া হোল্ডিংসের পরিচালক মো. নূর হোসেন প্রমুখ।

ডিবিএল সিরামিকস–প্রথম আলো ডট কম অনলাইন আবাসন মেলার সহযোগী ও গোল্ড পার্টনার হিসেবে আছে ইসি বিল্ড, বি-প্রপার্টিস ডট কম, র‍্যাংগস প্রপার্টিস, পূর্বাচল মেরিন সিটি, কোরাল রিফ প্রপার্টিস, আনোয়ার ল্যান্ডমার্ক, নাভানা রিয়েল এস্টেট, রিচমন্ড ডেভেলপার্স, আবেদ হোল্ডিংস। সম্প্রচার সহযোগী নাগরিক টিভি ও এবিসি রেডিও।