পুঁজিবাজারে দরপতন অব্যাহত

অব্যাহত দরপতন চলছে পুঁজিবাজারে। আজ বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩২ পয়েন্ট, অবস্থান করছে ৪ হাজার ৮৫৫ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬৮ পয়েন্ট।

ডিএসইতে আজ টানা তিন কার্যদিবসে সূচক কমেছে ১০৩ পয়েন্ট। ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ৩৮৪ কোটি ৯৬ লাখ টাকা। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ৩৭১ কোটি ৫৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২৬৯ টির, বেড়েছে ৪৬ টির, অপরিবর্তিত আছে ৩৮ টির।

আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—ন্যাশনাল টিউবস, ফরচুন, স্কয়ার ফার্মা, মুন্নু স্টাফলার, বিকন ফার্মা, জেএমআই সিরিঞ্জেস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, লিগ্যাসি ফুটওয়্যার, মুন্নু সিরামিকস ও ন্যাশনাল পলিমার।

দর বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—গ্রামীণফোন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ণ ব্যাংক লিমিটেড, প্রভাতী ইনস্যুরেন্স, ন্যাশনাল পলিমার, গ্রীণ ডেল্টা, ফাইন ফুডস, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ম্যাকসন স্পিনিং।

দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, ফরচুন, মুন্নু সিরামিকস, জি কিউ বলপেন, ন্যাশনাল টিউবস, সিনো বাংলা, সিএনএ টেক্সটাইল, কাশেম ইন্ডাস্ট্রিজ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল লিমিটেড ও ফার্স্ট ফাইন্যান্স।

অন্যদিকে সিএসইতে লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১৯০ টির, বেড়েছে ৪৪ টির ও অপরিবর্তিত আছে ২৬ টির।