বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বাংলাবান্ধা স্থলবন্দর। ফাইল ছবি
বাংলাবান্ধা স্থলবন্দর। ফাইল ছবি

হিন্দুধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামীকাল শুক্রবার থেকে শুরু করে ১১ অক্টোবর পর্যন্ত বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে বন্দরের ইমিগ্রেশন কার্যক্রম (মানুষ পারাপার) স্বাভাবিক থাকবে।

পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়। ছুটি শেষে ১২ অক্টোবর আবার পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে বলেও ওই চিঠিতে জানানো হয়।

ভারতের পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।