মদিনায় গেল বিমানের ফ্লাইট

ঢাকা ছেড়ে আজ সোমবার বেলা সোয়া একটার দিকে মদিনায় রওনা হয়েছে বিমানের মদিনা রুটের প্রথম নিয়মিত ফ্লাইট। বিমানের ড্রিমলাইনার ‘গাঙচিল’উড়োজাহাজে আজ ২৫৪জন যাত্রী ছিলেন।

এ ছাড়া ৩১ অক্টোবর থেকে বিমানের চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম রুটে নিয়মিত ফ্লাইট শুরু হবে। ঢাকা-মদিনা রুটে ফ্লাইট প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে তিন দিন সোমবার, বুধবার ও শনিবার এবং চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম ফ্লাইট চলবে বৃহস্পতিবার চলবে।

আজ ঢাকা-মদিনা ফ্লাইট উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট চালু করতে বিমান পুরোপুরি প্রস্তুত। যুক্তরাষ্ট্রের অ্যাভিয়েশন কর্তৃপক্ষের ছাড়পত্র দিলে ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট চালু করবে।

বিমান প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিমান এগিয়ে যাচ্ছে। বিভিন্ন পরিকল্পনা অনুয়ায়ী বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আরও দুটি উড়োজাহাজ খুব শিগগির বহরে যোগ হবে। আগামী ৫ জানুয়ারি ঢাকা-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালু করবে বিমান। এ ছাড়া রুট সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা থেকে জাপানের নারিতা, কানাডার টরেন্টো এবং সিডনি রুটে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বিমানের। এর কাজ দ্রুত এগোচ্ছে।

বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ২৭১ আসনের নতুন প্রজন্মের অত্যাধুনিক ও সুপরিসর বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর সোয়া একটায় বিমানের ফ্লাইটটি ছেড়ে মদিনার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় পৌঁছাবে। আবার মদিনার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় ফ্লাইটটি ছেড়ে পরের দিন ভোর চারটা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। একই শিডিউলে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে চট্টগ্রাম-মদিনা ফ্লাইটটি পরিচালিত হবে।

তাহেরা খন্দকার বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ মক্কা ও মদিনায় ওমরাহ ও হজ করতে যান। এই সংখ্যা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। উড়োজাহাজ স্বল্পতার কারণে এই রুটে এত দিন ফ্লাইট চালু করতে পারেনি বিমান। বিমানের রুট সম্প্রসারণ প্রক্রিয়ার অংশ হিসেবেই চালু হচ্ছে ঢাকা-মদিনা-ঢাকা এবং চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম ফ্লাইট। সম্প্রতি সৌদি সরকার বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা চালু করায় এ রুটে যাত্রী সংখ্যা আরও বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে। ঢাকা-মদিনা-ঢাকা রুটে ইকোনমি ক্লাসের রিটার্ন টিকিটে সব ট্যাক্স ছাড়া সর্বনিম্ন ভাড়া ৬০৫ মার্কিন ডলার এবং চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম রুটে ইকোনমি ক্লাসের রিটার্ন টিকিটে সব ট্যাক্স ছাড়া সর্বনিম্ন ভাড়া ৬২২ মার্কিন ডলার।