রংপুরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

রংপুরে টিসিবির পেঁয়াজ কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন। প্রেসক্লাব চত্বর, রংপুর, ২৪ নভেম্বর। ছবি: মঈনুল ইসলাম
রংপুরে টিসিবির পেঁয়াজ কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন। প্রেসক্লাব চত্বর, রংপুর, ২৪ নভেম্বর। ছবি: মঈনুল ইসলাম

রংপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় নগরের কাচারি বাজার এলাকায় এই পেঁয়াজ বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান।

রংপুরে টিসিবির আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা সুজাউদ্দৌলা বলেন, রংপুর নগরের পাঁচটি এলাকায় ৪৫ টাকা কেজি দরে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে। এই পাঁচটি এলাকা হলো, কাচারি বাজার, সিটি করপোরেশন, প্রেস ক্লাব এলাকা, শাপলা চত্বর ও মাহিগঞ্জ।

সুজাউদ্দৌলা আরও বলেন, প্রতি ট্রাক থেকে এক হাজার কেজি পেঁয়াজ বিক্রি হবে। প্রতি ব্যক্তি এক কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন। আগামী কয়েক দিন নগরের পাঁচ এলাকায় এই পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে।

স্বাভাবিকভাবেই আজ ট্রাকের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা যায়। ট্রাকে আমদানি করা পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কাচারি বাজার এলাকায় ক্রেতাদের অপেক্ষমাণ ক্রেতা নিজামুল ইসলাম বলেন, ‘এখন বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। এরপরও বাজারে দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি ২৪০ টাকা। বাধ্য হয়ে ৪৫ টাকা কেজি দরে এই আমদানি করা পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়িয়েছি।’