আবার শুরু হচ্ছে এইচআর প্রতিযোগিতা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এইচ আর ক্লাবের উদ্যোগে তৃতীয়বারের মতো হচ্ছে ক্লাবটির প্রধান ইভেন্ট এইচ আর কেলিব্রেশন ৩. ০। ছবি: সংগৃহীত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এইচ আর ক্লাবের উদ্যোগে তৃতীয়বারের মতো হচ্ছে ক্লাবটির প্রধান ইভেন্ট এইচ আর কেলিব্রেশন ৩. ০। ছবি: সংগৃহীত

পরপর দুবার সফলভাবে ‘এইচ আর কেলিব্রেশন’–এর দুটি পর্ব আয়োজনের পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এইচ আর ক্লাবের উদ্যোগে এ বছর তৃতীয়বারের মতো আয়োজিত হচ্ছে ক্লাবটির প্রধান ইভেন্ট এইচ আর কেলিব্রেশন ৩. ০।

প্রতিযোগিতামূলক ইভেন্টটি এখন পর্যন্ত বাংলাদেশর একমাত্র ও সর্ববৃহৎ এইচ আর মডেল মেকিং ইভেন্ট। নতুন আঙ্গিকের আয়োজন প্রিয় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবে সাড়াজাগানো এই প্রতিযোগিতাটির এবারের পর্বটি গত দুবারের তুলনায় আরও বড় পরিসরে আয়োজিত হচ্ছে।

‘এইচ আর কেলিব্রেশন ৩. ০’ হচ্ছে একটি জনশক্তি–বিষয়ক জাতীয় পর্যায়ের ব্যবসা প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা করপোরেটের নানা ধরনের সমস্যার সঙ্গে পরিচয় হয় এবং তা সমাধান করতে শেখে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে দেশের যেকেনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের সব শিক্ষার্থী। ইভেন্টটিতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের টিম হিসেবে অনলাইনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এইচ আর ক্লাবের ফেসবুক পেজের মাধ্যমে বা অন স্পট রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে ২৪ নভেম্বর থেকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।

টিমগুলো যথাযথ পর্যবেক্ষণের মাধ্যমে একটি বাস্তবসম্মত ও প্রয়োগ উপযোগী মানবসম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করে বিচারকদের সামনে উপস্থাপন করবে গ্র্যন্ড ফিনালেতে। গ্র্যান্ড ফিনালেতে যেটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি