শীতার্ত মানুষের পাশে সিটিব্যাংক এনএ বাংলাদেশ

প্রথম আলো ট্রাস্টের পক্ষে কম্বল গ্রহণ করেন মতিউর রহমান। ছবি: হাসান রাজা
প্রথম আলো ট্রাস্টের পক্ষে কম্বল গ্রহণ করেন মতিউর রহমান। ছবি: হাসান রাজা

তীব্র শীতে দুর্ভোগের শিকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সিটিব্যাংক এনএ বাংলাদেশ। শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টে এক হাজার কম্বল ও মশারি দিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কম্বল ও মশারিগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ট্রাস্টের পক্ষে কম্বল গ্রহণ করেন।

অনুষ্ঠানে সিটিব্যাংক এনএ বাংলাদেশের কান্ট্রি হেড অব অপারেশনস অ্যান্ড টেকনোলজি মোহাম্মদ খোরশেদ আলম বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে প্রথম আলোর মাধ্যমে শীতার্ত মানুষের কাছে এ কম্বল পৌঁছে যাবে। এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অফিসার উদয় নাফিস ও প্রথম আলো ট্রাস্টের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল।

কম্বলগুলো বরিশাল, যশোর , ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, শেরপুর, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, বগুড়া ও রাজশাহীর শীতার্ত মানুষদের মধ্যে পৌঁছে দেওয়া হবে।