একনেক সভায় ২ হাজার ৪২২ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

সরকার
সরকার

মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা, জেলা সদর হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ ৯ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ৪২২ কোটি ২৭ লাখ টাকা। আজ মঙ্গলবার একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরে এনইসির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বানেশ্বর-সারদা-চারঘাট-বাঘা-লালপুর জেলা মহাসড়ককে আঞ্চলিক মহাসড়কের মানে উন্নীতকরণ প্রকল্প, সৈয়দপুর-নীলফামারী মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতকরণ প্রকল্প, পানিসম্পদ মন্ত্রণালয়ের হবিগঞ্জ জেলার বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের সম্মুখে কুশিয়ারা নদীর উভয় তীরের প্রতিরক্ষা প্রকল্প, শিল্প মন্ত্রণালয়ের তেজগাঁওয়ে বিসিকের বহুতল ভবন নির্মাণের সংশোধিত প্রকল্প, বিসিক প্লাস্টিক শিল্পনগরীর সংশোধিত প্রকল্প, বিসিকের আটটি শিল্পনগরী মেরামত ও পুনর্নির্মাণ প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ইন্ডিয়া–বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের প্রয়োজনীয় জমি অধিগ্রহণ, হুকুম দখল ও অন্য আনুষঙ্গিক সুবিধাদির উন্নয়ন প্রকল্প, শিক্ষা মন্ত্রণালয়ের খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর কাঠামো উন্নয়নের সংশোধিত প্রকল্প এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন প্রকল্প।

সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।