আঞ্চলিক ভাষাকে শ্রদ্ধা জানাতে আরএফএলের অন্যরকম উদ্যোগ

আঞ্চলিক ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে বিভিন্ন বিলবোর্ডে আঞ্চলিক ভাষায় স্লোগান লিখেছে আরএফএল। ছবি: সৌজন্য
আঞ্চলিক ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে বিভিন্ন বিলবোর্ডে আঞ্চলিক ভাষায় স্লোগান লিখেছে আরএফএল। ছবি: সৌজন্য

মায়ের ভাষায় আঞ্চলিকতার টান যতই থাক, এই ভাষার সঙ্গে তুলনা চলে না কোনো ভাষারই। আঞ্চলিক ভাষায় কথা বলা মানে সংকীর্ণতা নয়, অনাধুনিকতাও নয়। বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে তাই আরএফএল নিয়েছে এক অভিনব উদ্যোগ। ‘আঞ্চলিক ভাষাতেই আছে আত্মপরিচয়’ - এই স্লোগানকে সামনে রেখে আরএফএল দেশজুড়ে তাদের সব বিলবোর্ড বিভিন্ন আঞ্চলিক ভাষায় রূপান্তর করেছে।

সিলেটে আরএফএলের আঞ্চলিক ভাষার বিলবোর্ড। ছবি: সৌজন্য
সিলেটে আরএফএলের আঞ্চলিক ভাষার বিলবোর্ড। ছবি: সৌজন্য
বরিশালে ব্যাটারিচালিত অটোরিকশার পেছনে আরএফএলের পোস্টার। ছবি: সৌজন্য
বরিশালে ব্যাটারিচালিত অটোরিকশার পেছনে আরএফএলের পোস্টার। ছবি: সৌজন্য

বিলবোর্ড আঞ্চলিক ভাষায় রূপান্তরের পাশাপাশি টিভি ও অনলাইনের জন্য আঞ্চলিক ভাষায় ভিডিও কনটেন্টও বানানো হয়েছে। সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশায় ব্র্যান্ডিং, স্থানীয় পত্রিকায় আঞ্চলিক ভাষায় বিজ্ঞাপন থেকে শুরু করে আরএফএলের পণ্যের লেবেলেও আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে।

নোয়াখালীতে ব্যাটারিচালিত অটোরিকশার পেছনে আরএফএলের পোস্টার। ছবি: সৌজন্য
নোয়াখালীতে ব্যাটারিচালিত অটোরিকশার পেছনে আরএফএলের পোস্টার। ছবি: সৌজন্য

‘আঞ্চলিক ভাষাকে ঘিরে কোনো হীনমন্যতা নয়’ - এ বার্তা ছড়িয়ে দিতে আরএফএলের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ওভিসিও ছাড়া হয়েছে। ইতিমধ্যে ৫০ লাখেরও বেশি দর্শক ওই ওভিসি দেখেছেন।

নোয়াখালীতে বিলবোর্ডে আরএফএলের আঞ্চলিক স্লোগান। ছবি: সৌজন্য
নোয়াখালীতে বিলবোর্ডে আরএফএলের আঞ্চলিক স্লোগান। ছবি: সৌজন্য