'থামস আপ কারেন্ট' কিনে বাইক জেতার সুযোগ

থামস আপ কারেন্ট
থামস আপ কারেন্ট

কোকা-কোলা বাংলাদেশের অন্যতম কার্বনেটেড বেভারেজ ‘থামস আপ কারেন্ট’ সম্প্রতি ভোক্তাদের জন্য ‘কারেন্ট খাও, বাইক জেতার সুযোগ পাও’ নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে। এর আওতায় ‘থামস আপ কারেন্ট’ পান করে ৬০ জন বিজয়ী পাবেন ১৫০ সিসির ‘ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন ২ ডিডি’ মডেলের মোটরসাইকেল। এ ছাড়া নিশ্চিত ১০ টাকা রিচার্জ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ভোক্তাদের সোনালি ক্যাপযুক্ত থামস আপ কারেন্টের ২৫০ এমএল সাইজের পিইটি বোতল কিনতে হবে এবং ৪টি ক্যাপের নিচে লেখা অক্ষর জমিয়ে ‘কারেন্ট’ (CU, RR, EN, T) শব্দটি মেলাতে হবে। এ ছাড়া প্রতিটি বোতলের ক্যাপের নিচে একটি ইউনিক কোডও দেখতে পাবেন ভোক্তারা। কোডটি একটি নির্দিষ্ট নম্বরে পাঠিয়ে দিয়ে তাঁরা তাৎক্ষণিকভাবে পেতে পারেন ১০ টাকার রিচার্জ। ৬০ দিনের এ ক্যাম্পেইন চলবে আগামী এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত।

ক্যাম্পেইনটি সম্পর্কে কোকা–কোলা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অজয় বাতিজা বলেন, ‘১০ মাস আগে আমরা থামস আপ কারেন্ট বাজারে এনেছিলাম এবং পানীয় ব্র্যান্ডটি ইতিমধ্যেই তরুণদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। ভোক্তাদের এই উচ্ছ্বাস বাড়াতে নতুন ক্যাম্পেইন চালু করা হচ্ছে।’