ফিলিপাইনে সূচকের পতন ঠেকাতে পুঁজিবাজার বন্ধ

করোনার আতঙ্কে গত কয়েক দিন ফিলিপাইনের শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে। ছবি: রয়টার্স
করোনার আতঙ্কে গত কয়েক দিন ফিলিপাইনের শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে। ছবি: রয়টার্স

করোনাভাইরাসের আতঙ্কে পুঁজিবাজারে পতন ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে ফিলিপাইনে স্টক এক্সচেঞ্জের লেনদেন। গতকাল মঙ্গলবার থেকে দেশটির শেয়ারবাজারে লেনদেন বন্ধ আছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষ প্রথমে অনির্দিষ্টকালের জন্য লেনদেন বন্ধ করে। তবে পরে জানানো হয়, কাল বৃহস্পতিবার থেকে আবার লেনদেন শুরু হবে। বন্ড মার্কেটে আজ থেকেই লেনদেন শুরু হয়েছে।

করোনার আতঙ্কে অনেক দেশের শেয়ারবাজারেই সূচক কমে সার্কিট ব্রেকার স্পর্শ করে ফেলছে। কিছুক্ষণ লেনদেন বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে। তবে ফিলিপাইনই প্রথম দেশ, যারা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিল।

করোনার আতঙ্কে গত কয়েক দিন বিশ্বপুঁজিবাজারের পাশাপাশি ফিলিপাইনের শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে। গত সোমবার দেশটির প্রধান সূচক পিএসইআই প্রায় ৮ শতাংশ কমে যায়। নেমে আসে ১০ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। ধারণা করা হচ্ছে, করোনার বিস্তার ঠেকানোর পাশাপাশি বড় ধসের ঝুঁকি এড়াতে শেয়ারবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিলিপাইন।

এর আগে গত সোমবার ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতার্তে পুরো দেশে এক মাসের জন্য ‘লকডাউন’ ঘোষণা করেন।