কাল থেকে শেয়ারবাজারে লেনদেন এক ঘণ্টা কমছে

অব্যাহত ধস ঠেকাতে দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময়সীমা এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইর সিদ্ধান্তের পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও একই সিদ্ধান্ত নিয়েছে। দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, আগামীকাল থেকে সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে তা চলবে বেলা দেড়টা পর্যন্ত। এর ফলে কাল থেকে লেনদেন হবে তিন ঘণ্টা।