ঢাকায় দোকান বন্ধ থাকবে, সহায়তার আহ্বান সমিতির

ঢাকা মহানগর দোকান মালিক সমিতি জানিয়েছে, ৩১ মার্চ পর্যন্ত রাজধানীর দোকানপাট বন্ধ রাখার যে সিদ্ধান্ত তারা নিয়েছিল, সেটা বাড়িয়ে ৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। সমিতির পক্ষ থেকে মহানগরের বিত্তবান ব্যবসায়ীদের অসহায় মানুষকে সহায়তার আহ্বানও জানা হয়েছে।

আজ রোববার সমিতির এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হকের সই করা বিজ্ঞপ্তিতে সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিলিয়ে আগামী ৪ এপ্রিল পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানান সমিতির সভাপতি তৌফিক এহেসান। তিনি বলেন, সরকার পরবর্তীতে আর কোনো সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী সেটি দোকান মালিকদের ক্ষেত্রেও কার্যকর হবে।

তৌফিক এহেসান সকলকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে বলেন, ঢাকা মহানগরের ব্যবসায়ীরা নিজ নিজ এলাকায় অসহায় মানুষকে সহায়তা করছেন। অন্যান্য এলাকার ব্যবসায়ীদেরও তিনি এ সহায়তার আহ্বান জানান।

উল্লেখ্য, কাঁচাবাজার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, সুপারশপ, ওষুধের দোকান, খাবার হোটেল ইত্যাদি খোলা থাকছে।