ট্রিলিয়ন ডলারের মাইক্রোসফট

সময়টা এখন প্রযুক্তির। প্রযুক্তির সহায়তা না থাকলে ঘরে বসে কাজ করাটা মোটেই সহজ হতো না। আর এ কারণে করোনাভাইরাসের প্রভাবে বেশির ভাগ শিল্প আপাতত বন্ধ হয়ে গেলেও প্রযুক্তিনির্ভর কোম্পানিগুলো আছে বেশ ভালো অবস্থায়।

আরও অনেকের মতো আইফোন বিক্রিতে ধস নেমেছে। আর এ কারণে বাজার মূলধনে এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়া অ্যাপলের শেয়ারের দর ২০১৯ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো ২ শতাংশ কমে গেছে। ফলে অ্যাপল আর এখন ট্রিলিয়ন ডলারের কোম্পানির আসনে নেই। গত ২১ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত তাদের বাজার মূলধন কমেছে ৪০০ বিলিয়ন ডলার। এতে তাদের বাজার মূলধন ১ হাজার ৩৭০ বিলিয়ন ডলার থেকে কমে হয়েছে ৯৮২ বিলিয়ন ডলার। 

আর এই সুযোগে ট্রিলিয়ন ডলারের কোম্পানি হয়ে গেছে আরেক টেক জায়ান্ট মাইক্রোসফট। কেননা অ্যালফাবেট ও আমাজনের বাজার মূলধনও ট্রিলিয়ন ডলার থেকে কমে গেছে। বিশ্বের কোটি কোটি মানুষ এখন ঘরে বসে কাজ করছে। মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক অফিস ৩৬৫-এর ব্যবহার বেড়েছে বহু গুণ। ফলে খুব ভালোভাবে টিকে আছে মাইক্রোসফট।