টিসিবির ডাল-চিনি ৫০ টাকা কেজিতে

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পবিত্র রমজান মাস উপলক্ষে তিনটি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে। আগামীকাল বুধবার থেকে ঢাকাসহ সারা দেশে এই কার্যক্রম শুরু হবে।

টিসিবি আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা প্রতি কেজি চিনি ৫০ টাকা, মসুর ডাল ৫০ টাকা ও সয়াবিন তেল লিটারপ্রতি ৮০ টাকা দরে বিক্রি করবে। বাজারে এখন চিনি ৬৫-৭০ টাকা, মোটা ও মাঝারি দানার মসুর ডাল ৭০-৮০ টাকা ও বোতলজাত সয়াবিন তেল ১০০-১০৮ টাকা লিটার দরে বিক্রি হয়।

ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ১৬টি, অন্যান্য বিভাগীয় শহরে ১০টি ও জেলা সদরে ৪টি করে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য পাওয়া যাবে। প্রতি জন ৪ কেজি চিনি, ২ কেজি ডাল ও ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এ কার্যক্রম চলবে ২০ মে পর্যন্ত।

পণ্য বিক্রি নিয়ে কোনো তথ্যের জন্য ০২-৮৮৯১৬৪৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।