মহামন্দাকে ছাড়িয়ে যাবে বেকারত্ব

যুক্তরাষ্ট্রে সদ্য বিদায় নেওয়া মার্চ মাসে বেকারত্বের হার বেড়েছে। কিছু কিছু বিশ্লেষক মনে করছেন, ২০২০ সালে যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে বেশি বেকারত্বের মুখে পড়বে।

এ নিয়ে গত শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে পরিসংখ্যানবিষয়ক জার্মান ওয়েবসাইট স্ট্যাটিস্টা। এতে দেখানো হয়, ১৯৩২ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত মহামন্দার কালে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ১৭ থেকে ২৫ শতাংশের মধ্যে ছিল। সেন্ট লুইস ফেডারেল রিজার্ভ ব্যাংকের অর্থনীতিবিদেরা বলছেন, এবার সেটা ৩২ শতাংশ ছাড়িয়ে যাবে।

সেন্ট লুইস ফেড হলো যুক্তরাষ্ট্রের একটি আঞ্চলিক রিজার্ভ ব্যাংক। এ রকম ১২টি ব্যাংক মিলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ফেডারেল রিজার্ভ সিস্টেম গঠিত।

বেকারত্ব বাড়ার কারণ অবশ্যই নতুন ধরনের করোনাভাইরাস, যা মানুষের পাশাপাশি বিশ্ব অর্থনীতিকে ইতিমধ্যে আক্রান্ত করেছে। অর্থনীতিবিদদের প্রাক্কলনের বরাত দিয়ে স্ট্যাটিস্টার প্রতিবেদনে বলা হয়, চলতি বছর যুক্তরাষ্ট্রে ৪ কোটি ৬০ লাখ মানুষ কর্মহীন হতে পারে।

কাজ হারানো ইতিমধ্যে শুরু হয়েছে। মার্চের দুই সপ্তাহে এক কোটি লোক নিজেরা কাজ হারিয়েছেন বলে দাবি করে নিবন্ধন করিয়েছেন।

অবশ্য সেন্ট লুইস ফেডের অর্থনীতিবিদেরা খুব বেশি হতাশ নন। যেমন সেন্ট লুইসের প্রেসিডেন্ট জেমস বুলার্ড বলেন, এখন যে অর্থনৈতিক মন্দা, সেটা করোনার মতো একটি অভূতপূর্ব কারণে হয়েছে। অর্থনৈতিক কোনো কারণে নয়। যখনই ভাইরাসের বিস্তার কমে যাবে, তখনই অর্থনীতি ঘুরে দাঁড়াবে।