কৃষকদের বিনামূল্যে ধান কাটার মেশিন দিলো ব্যাংক এশিয়া

কৃষকদের বিনামূল্যে ধান কাটার ৬টি মেশিন দিলো ব্যাংক এশিয়া। ছবি: বিজ্ঞপ্তি
কৃষকদের বিনামূল্যে ধান কাটার ৬টি মেশিন দিলো ব্যাংক এশিয়া। ছবি: বিজ্ঞপ্তি

করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট কাটিয়ে উঠতে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান কাটা মেশিন বিতরণ করলো ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের আর্থিক অনুদানে গঠিত তহবিল থেকে ধান কাটা মেশিন বিতরণ করা হয়। একেকটি মেশিন প্রতি ঘন্টায় তিন বিঘা জমির ধান কাটতে সক্ষম।

গত বৃৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজশাহীর মন্ডুমালায় রাজশাহী ও নওগাঁ জেলার কৃষকদের মাঝে ৬ টি ধান কাটার মেশিন বিতরণ করা হয়।

মেশিন বিতরণ অনুষ্ঠানে রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো ও নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ব্যাংক এশিয়ার রাজশাহী শাখা ব্যবস্থাপক একরাম হোসেন ও নওগাঁ মহাদেবপুর শাখা ব্যবস্থাপক ফিরোজ কবির উপস্থিত ছিলেন।

শ্রমিকের অভাবে অনেক কৃষকই বর্তমানে ঘরে ধান তুলতে পারছে না। এ অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াতে ব্যাংক এশিয়ার এমন উদ্যোগ নিয়েছে। বিজ্ঞপ্তি