ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ত্রাণ বিতরণ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপাচার্য আব্দুল আউয়াল খানের অনুপ্রেরণায় ইউনিভার্সিটির সব শিক্ষক এবং কর্মকর্তাদের দুইদিনের বেতনের অর্থায়নে সিরাজগঞ্জের কাজিপুরে প্রায় ২১৫ টি এবংসিরাজগঞ্জ শহরে ১৭০ টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। আর এই সেবামূলক কাজে দিকনির্দেশনা দেন ইউনিভার্সিটির কোষাধাক্ষ এইচ টি এম কাদের নেওয়াজ।

 ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির প্রতিনিধি এবং ভয়েস অব কাজিপুরের প্রতিষ্ঠাতা আশকার পাইনের সহযোগিতায় স্ট্যান্ডার্ড গ্রুপের এক্সপোর্ট ম্যানেজার রাশেদুল হকের সার্বিক তত্তাবধানে কাজিপুরে দুস্থ ও গরিবদের মধ্যে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডইউনিভার্সিটির প্রতিনিধি সিরাজগঞ্জ নিবাসী দিবস আহমেদ আকন্দ সিরাজগঞ্জ শহরের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণে সার্বিক সহায়তা করেন।খবর বিজ্ঞপ্তির।