বিএসইসি নতুন চেয়ারম্যান ঢাবি শিক্ষক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ফাইল ছবি
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ফাইল ছবি

পুজিঁবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ চার বছরের জন্য তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

তিন দফায় ৯ বছর একই পদে দায়িত্ব পালন শেষে গত ১৪ মে বিএসইসি থেকে বিদায় নিয়েছেন এম খায়রুল হোসেন।

জানতে চাইলে নতুন চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি আজই চেয়ারম্যান হিসেবে বিএসইসিতে যোগ দিয়েছেন।

চেয়ারম্যান হিসেবে আপনার প্রথম কাজ কী হবে-এমন প্রশ্নের জবাবে শিবলী রুবাইয়াত বলেন, 'বাংলাদেশে বেশি কাজ হয় অর্থ বাজার নিয়ে। অথচ দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পুঁজিবাজারই হচ্ছে আসল জায়গা, যা নিয়ে খুব বেশি কাজ হয়নি। আমি পুঁজিবাজারের মূল চরিত্র অর্থাৎ শিল্পায়নের অর্থায়নে পুজিঁবাজার-এই ধারণাটিকে প্রতিষ্ঠা করব।'

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, বিএসইসির তিন কমিশনার নিয়োগের প্রস্তাব এখনও প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে। অনুমোদন হয়ে এলে আলাদা প্রজ্ঞাপন জারি হতে পারে আগামী মঙ্গলবার।