মেগা বাজেট শো 'আমাদের বাজেট' প্রচারিত হবে চ্যানেল নাইনে

আসন্ন জাতীয় বাজেটকে সামনে নিয়ে চ্যানেল নাইন আয়োজন করেছে মেগে বাজেট শো “আমাদের বাজেট” অনুষ্ঠানটি আজ শনিবার (৬ জুন) রাত ৮টায় প্রচারিত হবে।

চয়ন রহমানের উপস্থাপনায় চ্যানেল নাইনের এই বাজেট পূর্ববর্তী মেগা শো “আমাদের বাজেট” অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বানিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান।

এ ছাড়াও আসন্ন ২০২০-২১ অর্থ বছরের বাজেটের রূপরেখা শীর্ষক এই অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাকের চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জ্জা এ.বি. মো. আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, বিশ্ব ব্যাংকের লিড ইকোনমিস্ট জাহিদ হোসেন, বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান আহমদ, বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুর্শিদ, এনবিআরের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

এ ছাড়াও থাকবেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, বিজিএমইএর সভাপতি এবং বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ ই মাহবুব। বিজ্ঞপ্তি