পল্লি উন্নয়নে ঋণ দেবে এডিবি

পল্লি এলাকার রাস্তাঘাট উন্নয়নে আরও ১০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বাজারদরে টাকার অঙ্কে এর পরিমাণ ৮৫০ কোটি টাকা।

আজ সোমবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। পল্লি এলাকার যোগাযোগ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই টাকা খরচ করা হবে। এর আগে ২০১৮ সালে এই প্রকল্পের ২০ কোটি ডলার অনুমোদন করেছিল এডিবি।

এই প্রকল্পের আওতায় ২ হাজার ৬৩০ কিলোমিটার পথ নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা হবে। সারা দেশের ৩৪টি জেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এডিবি বলছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে চার কোটি লোক উপকৃত হবে।