চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর দিয়েছে টি কে গ্রুপ

টি কে গ্রুপের উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২০টি ভেন্টিলেটর দেওয়া হয়। ১৯ জুন, চট্টগ্রাম। ছবি: বিজ্ঞপ্তি
টি কে গ্রুপের উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২০টি ভেন্টিলেটর দেওয়া হয়। ১৯ জুন, চট্টগ্রাম। ছবি: বিজ্ঞপ্তি

করোনাভাইরাসে আক্রান্ত গুরুত্বর রোগীদের চিকিৎসা দিতে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২০টি ভেন্টিলেটর হস্তান্তর করেছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান টি কে গ্রুপ।

আজ শুক্রবার নগরীর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন হাসপাতালগুলোর কর্তৃপক্ষের কাছে এসব ভেন্টিলেটর হস্তান্তর করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, পার্কভিউ হাসপাতাল ও সার্জিস্কোপ হাসাপাতালে ভেন্টিলেটরগুলো দেওয়া হয়।

টি কে গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি ও রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাকালে গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক এমএ কালামের উদ্যোগে দেশব্যাপী চিকৎসকদের জন্য স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী এবং ভুক্তভোগী জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।