গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ২০ শতাংশ লভ্যাংশ দেবে

অনলাইন কনফারেন্সিং ও সম্প্রচার প্ল্যাটফর্মের মাধ্যমে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয় গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভা। ছবি: সংগৃহীত
অনলাইন কনফারেন্সিং ও সম্প্রচার প্ল্যাটফর্মের মাধ্যমে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয় গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভা। ছবি: সংগৃহীত

গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ ও ১৫ শতাংশ নগদ মিলিয়ে ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। অনলাইন কনফারেন্সিং ও সম্প্রচার প্ল্যাটফর্মের মাধ্যমে গত মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় কোম্পানির চেয়ারম্যান আবদুল হাফিজ চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী এবং উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নাসির এ চৌধুরীসহ পৃষ্ঠপোষক ও পরিচালকেরা অংশ নেন।
প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির প্রতি সব সময় সমর্থন ও সহযোগিতার জন্য চেয়ারম্যান কোম্পানির শেয়ারহোল্ডারদের প্রশংসা করেন।

ফারজানা চৌধুরী কোম্পানির সমৃদ্ধির জন্য আর্থিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে ধারাবাহিক উদ্ভাবন ও সর্বোত্তম সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন।