'ধামাকা ডিজিটাল' ই-কমার্সে নিত্যপ্রয়োজনীয় সব পণ্য

ইনভেরিয়েন্ট টেকনোলজিস্ট লিমিটেডের উদ্যোগ ধামাকা ডিজিটাল। ছবি: বিজ্ঞপ্তি
ইনভেরিয়েন্ট টেকনোলজিস্ট লিমিটেডের উদ্যোগ ধামাকা ডিজিটাল। ছবি: বিজ্ঞপ্তি

কোভিড-১৯ মহামারির অস্থির সময়ে জীবন ও জীবিকা যেখানে ঝুঁকির মুখে সেখানে বাজারে গিয়ে পণ্য কেনা এক রকম জীবন বাজি রাখার মতো। এ সময় মানুষ সবচেয়ে বেশি আস্থা রাখছে অনলাইনে। নিত্যপ্রয়োজনীয় সব পণ্যকে এক ছাদের নিচে নিয়ে আসতে 'গুণ, মান ও দামের সেরা পণ্য' স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে “ধামাকা ডিজিটাল”।

দেশের টেকনোলজি জগতের প্রতিষ্ঠান ইনভেরিয়েন্ট টেকনোলজিস্ট লিমিটেডের একটি উদ্যোগ হলো ধামাকা ডিজিটাল। এ ই-কমার্স সাইটে আপনি পাবেন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখেশুনে পণ্য অর্ডার করার সুবিধা। সম্প্রতি রাজধানীতে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে নতুন এ উদ্যোগের উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইনভ্যারিয়েন্ট টেকনোলজিস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম জসীম উদ্দিন চিশতি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইনভ্যারিয়েন্ট টেকনোলজিস্ট লিমিটেড, ধামাকা ডিজিটালের উর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

নতুন এ উদ্যোগের বিষয়ে বলতে গিয়ে এস এম জসীম উদ্দিন চিশতি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির পণ্যের বিক্রেতাদের একই ছাদের নিচে নিয়ে আসা। যাতে ক্রেতারা সহজেই তাদের কাক্সিক্ষত পণ্য খুঁজে নিতে পারেন। এখানে ক্রেতারা শুধু তাদের পছন্দের পণ্যটি অর্ডার করবেন। অর্ডার শেষে আমাদের দক্ষ ডেলেভারি টিম দ্রুততম সময়ের মধ্যে পণ্য পৌঁছে দিবে আপনার দরজায়।

শুধু তাই নয় আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বিভিন্ন ধরনের অর্গানিক গরুর সমাহার নিয়ে এসেছে ধামাকা ডিজিটাল। যেখান থেকে খুব সহজেই সরাসরি দেখার মাধ্যমে ক্রেতারা কাঙিক্ষত কোরবানির গরু কিনতে পারবেন। বিজ্ঞপ্তি