রিয়েলমি বাজারে আনল দুই ফোন, এক ঘড়ি

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে দুটি মোবাইল সেট ও একটি স্মার্ট ঘড়ি নিয়ে এসেছে। আজ বুধবার কোম্পানিটির ফেসবুক পেজে এসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মডেল পিয়া জান্নাতুল।

রিয়েলমির এই দুটি মোবাইল সেট হলো, সি সিরিজের নতুন ফোন রিয়েলমি সি ইলেভেন, রিয়েলমি সিক্স।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়েলমি সি ইলেভেনে আছে নাইটস্কেপ মোড। ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ৬.৫-ইঞ্চির মিনি-ড্রপ ডিসপ্লে। সি ইলেভেন পাওয়া যাবে ৮,৯৯০ টাকায়। আর ৬৪ মেগাপিক্সেলের প্রো ক্যামেরা ও প্রো ডিসপ্লের রিয়েলমি সিক্স পাওয়া যাবে ২২,৯৯০ টাকায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩২০x৩২০ পিক্সেলের ১.৪ ইঞ্চি টিএফটি-এলসিডি, রক্তের অক্সিজেন মনিটর, রিয়েল টাইম হার্ট মনিটর এবং ১৪টি স্পোর্টস মোডসহ রিয়েলমি ওয়াচ, যা কিছুদিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে।

রিয়েলমি সি ইলেভেন
রিয়েলমি সি ইলেভেন

রিয়েলমি সি ইলেভেন
রিয়েলমি সি ইলেভেনের এআই ডুয়াল ক্যামেরায় আছে ১৩ মেগাপিক্সেলের (এফ/২.২) মূল ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স। ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে চমৎকার সব সেলফি। নাইটস্কেপ মোডে বড় অ্যাপারচার ব্যবহার করে দারুণ ডিটেইলের লো লাইট কন্ডিশনের ছবি তোলা যাবে। এ ছাড়া ক্যামেরায় আছে এআই বিউটিফিকেশন, প্যানোসেলফি, এইচডিআর, ক্রোমাবুস্ট, টাইম-ল্যাপ্স, পোর্ট্রেট মোড এবং ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।

রিয়েলমি সি ইলেভেনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের শক্তিশালী হেলিও জি৩৫ প্রসেসর ও ২ গিগাবাইট র‍্যাম, ফলে স্মার্টফোনটি সর্বোচ্চ ২.৩ গিগাহার্টজ গতিতে কাজ করবে। আছে ৩২ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজ। মিন্ট গ্রিন ও পেপার গ্রে—এ দুটি সুন্দর রঙে ফোনটি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজে আগামীকাল বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে স্পেশাল অফারে মাত্র ৮,৪৯০ টাকায় পাওয়া যাবে এবং ২৪ জুলাই থেকে দেশের সব স্মার্টফোন স্টোরে পাওয়া যাবে।

রিয়েলমি সিক্স
রিয়েলমি সিক্স

রিয়েলমি সিক্স
রিয়েলমি সিক্সে আছে ৬৪ মেগাপিক্সেল এআই কোয়াড ক্যামেরা। মিডিয়াটেকের দ্রুতগতিসম্পন্ন জি৯০টি প্রসেসর, গেমিংয়ে স্বাচ্ছন্দ্যের জন্য ৯০ হার্টজের ডিসপ্লে ও ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ। ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট রমের ফোনটি কমেট হোয়াইট ও কমেট ব্লু রঙে। ২৫ জুলাই বেলা আড়াইটা থেকে দারাজে স্পেশাল অফারে মাত্র ২১,৯৯০ টাকায় পাওয়া যাবে এবং ২৬ জুলাই থেকে দেশের সব স্মার্টফোন স্টোরে পাওয়া যাবে।

রিয়েলমি স্মার্ট ঘড়ি
রিয়েলমি স্মার্ট ঘড়ি

রিয়েলমি ওয়াচ
এতে থাকছে ৩২০x৩২০ পিক্সেলের ১.৪ ইঞ্চি টিএফটি-এলসিডি, রক্তের অক্সিজেন মনিটর, রিয়েল টাইম হার্ট মনিটর এবং ১৪টি স্পোর্টস মোডসহ রিয়েলমি ওয়াচ, যা কিছুদিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে। সহজ একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে ফ্যানরা জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। গুগলে রিয়েলমি ওয়াচ লিখে সার্চ করে রিয়েলমি ওয়াচের সবচেয়ে পছন্দের ফিচারের স্ক্রিনশট তাদের ফেসবুক প্রোফাইল এবং রিয়েলমি বাংলাদেশ কমিউনিটি পেজে #trendsetterrealmewatch এই হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করতে হবে। একটি ড্রয়ের মাধ্যমে রিয়েলমির ফেসবুক পেজে বিজয়ীদের নাম ঘোষণা করে হবে।