অনলাইনে বিক্রির তোড়ে জুনে খুচরা বিক্রি বেড়েছে যুক্তরাজ্যে

জুনে যুক্তরাজ্যে খুচরা পণ্য কেনার পরিমাণ বেড়েছে ১৩ দশমিক ৯ শতাংশ। ছবি: রয়টার্স
জুনে যুক্তরাজ্যে খুচরা পণ্য কেনার পরিমাণ বেড়েছে ১৩ দশমিক ৯ শতাংশ। ছবি: রয়টার্স

জুনে খুচরা বিক্রি বেড়েছে যুক্তরাজ্যে। দোকানপাট খুলে যাওয়ায় মানুষের মধ্যে পণ্য কেনার চাহিদা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত দেশটির সরকারি পরিসংখ্যানের (ওএনএস) তথ্য অনুসারে জুনে খুচরা পণ্য কেনার পরিমাণ বেড়েছে ১৩ দশমিক ৯ শতাংশ। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

করোনা প্রতিরোধে নেওয়া লকডাউনের কারণে যুক্তরাজ্যে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে যায় মার্চ থেকে। এপ্রিলে খুচরা বিক্রি কমে রেকর্ড পরিমাণ। মে মাসে এসে কিছুটা বাড়ে বিক্রি। জুনে লকডাউন মোটামুটি উঠে যাওয়ায় বিক্রি অনেক বেশি বেড়েছে। খাবারের দোকানে বিক্রি সবচেয়ে বেশি বেড়েছে। ফেব্রুয়ারির তুলনায় খাবারের বিক্রি বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ।

ওএনএস জানিয়েছে, সামগ্রিক খুচরা বিক্রি লকডাউন–পূর্ববর্তী অবস্থায় ফিরে এসেছে। তবে তারা আরও বলছে, সব স্টোরে একই রকম অবস্থা নয়। মিশ্র চিত্র রয়েছে।

জুনে লকডাউন চলার সময় যে অবস্থা ছিল, তার চেয়ে কাপড়ের দোকানসহ নন-ফুড স্টোরগুলো আংশিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। তবে বিক্রি ফেব্রুয়ারির তুলনায় এখনো ১৫ শতাংশ কম।

ওএনএস বলছে, খাবারের দোকানগুলো বেশ ভালোভাবে চালিয়ে যাচ্ছে, যেহেতু মানুষ ঘরে বসে বাইরের খাবার আরও বেশি খাচ্ছে। তবে আসল প্রবৃদ্ধি হয়েছে অনলাইন বিক্রয়ে। অনলাইনে বিক্রি বাড়ছে তো বাড়ছেই। রেকর্ড পরিমাণ বিক্রি হচ্ছে অনলাইনে। খুচরা বিক্রির প্রতি ১০ পাউন্ডের মধ্যে ৩ পাউন্ড বিক্রিই হচ্ছে অনলাইনে, যা খুবই বেশি।