রূপালী ব্যাংক ও পেট্রোবাংলার মধ্যে ব্যবসায়িক সমঝোতা চুক্তি স্বাক্ষর

এলএনজি আমদানির বিপরীতে ইনভয়েস মূল্য পরিশোধের বিষয়ে রূপালী ব্যাংক লিমিটেড এবং পেট্রোবাংলার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ছবি: বিজ্ঞপ্তি
এলএনজি আমদানির বিপরীতে ইনভয়েস মূল্য পরিশোধের বিষয়ে রূপালী ব্যাংক লিমিটেড এবং পেট্রোবাংলার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ছবি: বিজ্ঞপ্তি

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বিপরীতে ইনভয়েস মূল্য পরিশোধের বিষয়ে রূপালী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ তেল, গ্যাস এবং খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

গতকাল বুধবার (২৯ জুলাই) পেট্রোবাংলার বোর্ড রুমে অনুষ্ঠিত সমঝোতা স্মারকে পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের উপস্থিতিতে রূপালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক খান ইকবাল হোসেন এবং পেট্রোবাংলার সচিব সৈয়দ আশফাকুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও খন্দকার আতাউর রহমান, পেট্রোবাংলার পরিচালক (অর্থ) মো. হারুন-অর-রশিদ ও জিএম (হিসাব) তোফায়েল আহমেদ, ব্যাংকের সিএফও মো. শওকত জাহান খান, ডিজিএম আবু ইউসুফ মো. জাকারিয়া ও আব্দুল বারাকাতসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি