আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে ব্যাংক-বিমার এপিএ সই

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে ১৮টি ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২০-২১ স্বাক্ষরিত হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে গত ২৯ জুলাই এপিএ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। চুক্তিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব এবং ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা স্বাক্ষর করেন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবারের এপিএ চুক্তিতে ‘বঙ্গবন্ধু যুবঋণ’ ও ‘বঙ্গবন্ধু শিক্ষা বিমা’সহ বিশেষ কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় সেক্টরভিত্তিক বিশেষ ঋণ বিতরণ ও ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক প্রণোদনা কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে।