ডিএসইতে আজ সূচক বাড়ল ১০০ পয়েন্ট

সূচকের বড় উত্থান হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ বুধবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০০ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৭৬ পয়েন্ট।

কয়েক দিন ধরেই চাঙা দেশের শেয়ারবাজার। গত ১৩ কার্যদিবসে ডিএসইএক্স বেড়েছে ৫৫৭ পয়েন্ট। এই ১৩ কার্যদিবসের মধ্যে মাত্র এক দিন সূচক কমতে দেখা যায়। আজ ডিএসইতে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইএক্স ৫০ পয়েন্টের ওপরে বেড়ে যায়। এরপর বেলা সাড়ে ১১টা নাগাদ সূচকটি কিছুটা কমলেও একটু পরই আবার উত্থানের ধারায় ফিরে আসে।

সূচকের পাশাপাশি ডিএসইতে আজ লেনদেনের গতিও ভালো ছিল। ডিএসইতে আজ ১ হাজার ১২০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসের চেয়ে ৭২ কোটি টাকা বেশি। গত কার্যদিবস লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪৮ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১১৫টির, অপরিবর্তিত আছে ৪১টির দর।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, বিএটিবিসি, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, গ্রামীণফোন, ফু ওয়াং ফুড, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড ও নিটোল ইনস্যুরেন্স।

অন্যদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ১৬৪টির, কমেছে ৯০টির, অপরিবর্তিত আছে ৩০টির দর।