এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: অর্থনীতি ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ৮
২. দীর্ঘকাল ধরে বিদেশে রপ্তানি করা পণ্যগুলোকে কী পণ্য বলা হয়?
ক. প্রচলিত পণ্য খ. প্রাচীন পণ্য
গ. প্রাথমিক পণ্য ঘ. প্রধান পণ্য
৩. পোশাক রপ্তানিতে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত?
ক. ২য় খ. ৩য়
গ. ৪র্থ ঘ. ৫ম
৪. মানবসম্পদ রপ্তানি কোন বাণিজ্যের অন্তর্ভুক্ত?
ক. আন্তর্জাতিক খ. অভ্যন্তরীণ
গ. দেশীয় ঘ. বিশ্ব বাণিজ্য
৫. সরাসরি কৃষি থেকে আসা পণ্যগুলোকে কী পণ্য বলে?
ক. প্রাথমিক দ্রব্য খ. রপ্তানি দ্রব্য
গ. প্রচলিত পণ্য ঘ. চূড়ান্ত দ্রব্য
৬. রপ্তানি আয়ের কত ভাগ অপ্রচলিত পণ্য থেকে আসে?
ক. ২০ ভাগ খ. ৫০ ভাগ
গ. ৭০ ভাগ ঘ. ৮০ ভাগ
৭. ষাটের দশকের প্রধান রপ্তানি পণ্য কোনটি?
ক. পাট খ. তৈরি পোশাক
গ. তুলা ঘ. ধান
৮. চা কোন রপ্তানির অন্তর্ভুক্ত?
ক. প্রচলিত খ. আন্তর্জাতিক
গ. প্রাচীন ঘ. প্রধান
৯. ২০১০-১১ অর্থবছরে চা রপ্তানির আয় কত?
ক. ২ মিলিয়ন মার্কিন ডলার
খ. ৩ মিলিয়ন মার্কিন ডলার
গ. ৫ মিলিয়ন মার্কিন ডলার
ঘ. ৭ মিলিয়ন মার্কিন ডলার
১০. ২০১৪-১৫ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ কত ছিল?
ক. ১১,২৩৫.৫০ মিলিয়ন মার্কিন ডলার
খ. ১২,৪৫৬.০০ মিলিয়ন মার্কিন ডলার
গ. ১৫,৩১৬.৯০ মিলিয়ন মার্কিন ডলার
ঘ. ১৬,৫৫৫.৫৬মিলিয়ন মার্কিন ডলার
১১. বিশ্বায়নের ফলে—
i. মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়
ii. পণ্যের উৎপাদন বৃদ্ধি পায়
iii. একচেটিয়াত্ব হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. ‘অর্থনৈতিক সমীক্ষা-২০১৬’ অনুযায়ী ২০০৯-১০ অর্থবছরে বৈদেশিক সাহায্যের পরিমাণ কত ছিল?
ক. ২,২০১.৫০ মিলিয়ন মার্কিন ডলার
খ. ২,২২৩.০০ মিলিয়ন মার্কিন ডলার
গ. ২,২২৬.৮৫ মিলিয়ন মার্কিন ডলার
ঘ. ২,২২৭.৭৭ মিলিয়ন মার্কিন ডলার
সঠিক উত্তর
অধ্যায় ৮: ২. ক ৩. ক ৪. ক ৫. ক ৬. ঘ ৭. ক ৮. ক ৯. খ ১০. গ ১১. ঘ ১২. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামী শুক্রবার