অষ্টম শ্রেণি – বাংলা | মানবধর্ম : বহুনির্বাচনি প্রশ্ন

মানবধর্ম

১১. লালন হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন কীভাবে?

ক. প্রাতিষ্ঠানিক বিদ্যা দ্বারা

খ. চিন্তা ও সাধনায়

গ. আধ্যাত্মভাব ও জ্ঞানে

ঘ. গুরুর সান্নিধ্যে

১২. লালন শাহ গানে নিজেকে কী হিসেবে উল্লেখ করেছেন?

ক. কবি খ. সাধক

গ. গায়ক ঘ. ফকির

১৩. লালন ‘মানবধর্ম’ কবিতায় নিজেকে কতবার প্রশ্ন করেছেন?

ক. একবার খ. দুবার

গ. তিনবার ঘ. চারবার

১৪. লালন শাহের কোন জিনিসটি নিয়ে মতান্তর আছে?

ক. জন্ম খ. মৃত্যু

গ. ধর্ম ঘ. বর্ণ

১৫. ‘জেতের’ শব্দের অর্থ কী?

ক. জাত–বেজাতের

খ. জাতের

গ. জাতীয়তা

ঘ. স্বপ্ন

১৬. ধর্মীয় শাস্ত্র থেকে অর্জিত বিশেষ জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে লালন শাহ নতুন কী প্রচার করেন?

ক. দর্শন খ. সাধন

গ. মানবতা ঘ. চিন্তা

১৭. লালন শাহ কী রূপ মরমি কবি?

ক. সাম্প্রদায়িক

খ. মানবতাবাদী

গ. ধর্ম ও গোত্রে বিশ্বাসী

ঘ. দর্শনশাস্ত্রীয়

১৮. ‘জল’ কী অনুসারে ভিন্নতা জানায়?

ক. কুয়ো অনুসারে

খ. গঙ্গা অনুসারে

গ. পাত্র অনুসারে

ঘ. চিহ্ন অনুসারে

১৯. লালন ‘জেতের ফাতা’ কোথায় বিকিয়েছেন?

ক. হাটবাজারে

খ. সাত-বাজারে

গ. জগৎ-সংসারে

ঘ. যাওয়া-আসায়

২০. গানের মধ্য দিয়ে লালনের কী প্রকাশ পেয়েছে?

ক. অভিজ্ঞতা খ. জ্ঞান

গ. দর্শন ঘ. রূপ

সঠিক উত্তর

মানবধর্ম: ১১.খ ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.খ ১৬.ক ১৭.খ ১৮.গ ১৯.খ ২০.গ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন