অষ্টম শ্রেণি - বাংলা | রুপাই : বহুনির্বাচনি প্রশ্ন

রুপাই

১. জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ কোনটি?

ক. হাসু খ. রাখালী

গ. বালুচর ঘ. কবর

২. ‘বেদের মেয়ে’ জসীমউদ্দীনের কোন জাতীয় সাহিত্য?

ক. নাটক খ. উপন্যাস

গ. কাহিনিকাব্য ঘ. শিশুতোষ গ্রন্থ

৩. কবি জসীমউদ্দীন বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তাঁর কোন কবিতা বিশেষ প্রশংসা পায়?

ক. রুপাই

খ. কবর

গ. আমার বাড়ি

ঘ. নিমন্ত্রণ

৪. ‘রুপাই’কবিতায় রুপাইকে কিসের মতো উপকারী হিসেবে দেখানো হয়েছে?

ক. শাল-সুন্দি-বেত

খ. পাগাল লোহা

গ. কচি ধানের পাতা

ঘ. দোয়াতের কালি

৫. রুপাইয়ের মাথার চুল কেমন?

ক. ফর্সা খ. মলিন

গ. কালো ঘ. হলদে

৬. চাষার ছেলের বাহু দুটি দেখতে কেমন?

ক. জালি লাউয়ের ডগার মতো

খ. শাওন মাসের তমালতরুর মতো

গ. কাঁচা ধানের পাতার মতো

ঘ. শাল-সুন্দি-বেতের মতো

৭. জালি লাউয়ের ডগার মতো রুপাইয়ের বাহু দেখতে কেমন?

ক. নরম খ. কোমল

গ. সরু ঘ. সতেজ

৮. বিজলি মেয়ে কী ছড়িয়ে পিছলে পড়ে?

ক. ধুলো

খ. ধান

গ. শাড়ির আঁচল

ঘ. আলোর খেল

৯. ‘রুপাই’কবিতায় কালো চোখ দিয়ে আমরা কী দেখি?

ক. আলো খ. বাতাস

গ. ধরা ঘ. নীল আকাশ

১০. ‘রুপাই’ কবিতায় জনম কেমন?

ক. কঠিন খ. শক্ত

গ. মধুময় ঘ. কালো

সঠিক উত্তর

রুপাই: ১.ক ২.ক ৩.খ ৪.ক ৫.ঘ ৬.ক ৭.গ ৮.ঘ ৯.গ ১০.ঘ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন