আগামীকাল 'গণিত' পরীক্ষা: তোমার করণীয় কী

প্রিয় পরীক্ষার্থী, আগামীকাল অনুষ্ঠিত হবে গণিত পরীক্ষা। এ বিষয়ে সঠিকভাবে উত্তর করতে হলে তোমার করণীয় কী তা জেনে নাও।
# গণিত বিষয়ের ১ নং প্রশ্নের ১০টি বহুনির্বাচনী এবং ১০টিই যোগ্যতাভিত্তিক। সঠিক উত্তরটি নিশ্চিত হওয়ার জন্য ভালোভাবে পড়ে বুঝে নাও। প্রয়োজনে রাফ করে দেখে নাও। তারপর সঠিক উত্তরটি যথাযথ নিয়ম অনুসারে উত্তরপত্রে লেখো।
# সংক্ষেপে উত্তর প্রশ্নের জন্য প্রতিটি অধ্যায়ের উদাহরণ থেকে ছোট ছোট অঙ্ক, বিভিন্ন বক্স, সূত্র ইত্যাদি রিভিশন দিয়ে নাও। প্রত্যেক অনুশীলনীর ছোট ছোট সমস্যাগুলোর সমাধান দেখে নাও।
# প্রাথমিক চার নিয়মের যোগ্যতাভিত্তিক প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য অনুশীলনী ১, ২, ৩(ক) ও ৩(খ) এর নিয়মগুলো ভালো করে দেখবে।
# গড় সংশ্লিষ্ট যোগ্যতাভিত্তিক সমস্যা সমাধানে চতুর্থ অধ্যায়ের উদাহরণ ও অনুশীলনী-৪ এর সমস্যাগুলোর নিয়ম যথাযথভাবে মনে রাখবে।
# মনে রাখবে, ১৩টি প্রশ্নের মধ্যে ১, ২, ৩, ৫ ও ১৩ নং এই ৫টি প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে।
# অন্য ৪ নং এবং ৬, ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নং প্রশ্নগুলো থেকে তোমার ভালো জানা অন্য যেকোনো পাঁচটি সমস্যার সমাধান করবে।
# প্রতিটি সমস্যার সমাধান শেষ করার পর প্রশ্নের সাথে মিলিয়ে সাথে সাথে একবার রিভিশন দিয়ে নেবে।
# জ্যামিতির নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কনের ক্ষেত্রে প্রথমে চিত্র অঙ্কন করবে। তারপর নির্দেশনা অনুসারে বর্ণনা লিখবে। চিত্রসহ সংজ্ঞা লিখার ক্ষেত্রে প্রথমে সংজ্ঞা লিখবে। তারপর চিত্র অঙ্কন করবে। জ্যামিতির চিত্র অবশ্যই পেনসিল দিয়ে আঁকবে।
# খাতা জমা দেওয়ার আগে পুনরায় ভালোভাবে রিভিশন দেবে।
তোমার জন্য রইলো শুভকামনা। তোমার সাধনা ও চেষ্টা সফল হোক।
শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা