এইচএসসি - পদার্থবিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১. এক ক্যালরি তাপকে কাজে রূপান্তর করতে কত জুল কাজ করতে হবে?

ক. 1J খ. 2.4J

গ. 4.2J ঘ. 14.2J

২. একটি ছোট ও একটি বড় তামার গোলকে সমপরিমাণ তাপ দিলে নিচের কোনটি ঘটবে?

ক. বড় গোলকের তাপমাত্রা বেশি হবে

খ. ছোট গোলকের তাপমাত্রা বেশি হবে

গ. উভয়ের তাপমাত্রা সমান হবে

ঘ. ছোট গোলকের তাপ বেশি হবে

৩. গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কোন রাশির ওপর?

ক. চাপ খ. তাপমাত্রা

গ. আয়তন ঘ. ওজন

৪. একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বরফবিন্দু 5°C এবং স্টিম বিন্দু 115°C। কোনো বস্তুর মাপমাত্রা 60°C হলে ওই থার্মোমিটারের পাঠ করতে হবে—

ক. 65°C খ. 71°C

গ. 86°C ঘ. 67°C

৫. কোন তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প একই তাপীয় সাম্যাবস্থায় থাকতে পারে?

ক. 0°K খ. 273°C

গ. 273.16K ঘ. 32K

৬. ফারেনহাইট স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা 50°F হলে কেলভিন স্কেলে ওই বস্তুর তাপমাত্রা কত?

ক. 273K খ. 293K

গ. 283°C ঘ. 98°K

৭. কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেল একই পাঠ দেয়?

ক. 574.25°K

খ 5.74°K

গ. 5742°K

ঘ. 57.42°K

৮. তাপগতিবিদ্যার ১ম সূত্র প্রথম কে আবিষ্কার করেন?

ক. নিউটন খ. জুল

গ. রামফোর্ড ঘ. ফ্যারাডে

৯. কোন প্রক্রিয়ায় কৃত কাজ শূন্য হয়?

ক. সমচাপ প্রক্রিয়া

খ. সম–আয়তন প্রক্রিয়া

গ. সমোষ্ণ প্রক্রিয়া

ঘ. রুদ্ধতাপীয় প্রক্রিয়া

১০. দ্বিপরমাণুকে গ্যাসের জন্য l এর মান কত?

ক. 1.66 খ. 1.33

গ. 1.25 ঘ. 1.4

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.গ ২.খ ৩.খ ৪.খ ৫.গ ৬.গ ৭.ক ৮.খ ৯.খ ১০.ঘ

ইব্রাহিম খলিল, সহযোগী অধ্যাপক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন