২৩. 1×10° Nm-2 স্থির চাপে কোনো আদর্শ গ্যাসের আয়তন 0.02 m3 বৃদ্ধি পেল। এ ক্ষেত্রে—

i. কাজের পরিমাণ 200°J

ii. কাজের পরিমাণ 510°J

iii. ব্যবস্থা দ্বারা কাজ সম্পাদিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে—

i. এটি খুব ধীর প্রক্রিয়া

ii.এটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া

iii. কার্যনির্বাহী বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে—

i. তাপমাত্রার পরিবর্তন

ii. একটি দ্রুত প্রক্রিয়া

iii. গ্যাসের পাত্র কুপরিবাহী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 49%। এর নিম্ন তাপাধারের তাপমাত্রা 7°C হলে উচ্চ তাপাধারে তাপমাত্রা হল—

i. 193.7°C

ii. 466.7K

iii. 380.7°F

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৭. এনট্রপি—

i. তাপপ্রবাহের দিক নির্দেশ করে

ii. তাপ ও তাপমাত্রার অনুপাত

iii. বিশৃঙ্খলার পরিমাণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮. এনট্রপির ক্ষেত্রে প্রযোজ্য—

i. প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন নেই

ii. রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় স্থির তাপীয় ধর্মটি হলো এনট্রপি

iii. মহাবিশ্বের এনট্রপি ক্রমাগত বেড়েই চলছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও

পাম্প করার সময় একটি সাইকেলের টায়ার হঠাৎ ফেটে গেল।

২৯. এই প্রক্রিয়া হলো—

ক. সমোষ্ণ খ. রুদ্ধতাপীয়

গ. সম-আয়তন ঘ. সমচাপ

৩০. অন্তঃস্থ শক্তির পরিবর্তন—

ক. ধনাত্মক খ. ঋণাত্মক

গ. শূন্য ঘ. অসীম

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.গ ২২.খ ২৩.গ ২৪.খ ২৫.ঘ ২৬.ঘ ২৭.ঘ ২৮.ঘ ২৯.খ ৩০.খ

ইব্রাহিম খলিল, সহযোগী অধ্যাপক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন

পড়াশোনা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন