এইচএসসি - ভূগোল ২য় পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

৬১. গমগাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য কত সে. উষ্ণতা প্রয়োজন?

ক. ৫-১০০ খ. ৮-১২০

গ. ১৫-২০০ ঘ. ২০-২৫০

৬২. নাতিশীতোষ্ণ ও শীতপ্রধান অঞ্চলের মানুষের প্রধান খাদ্যশস্য কোনটি?

ক. ধান খ. গম

গ. যব ঘ. ভুট্টা

৬৩. বসন্তকালীন কৃষিকে কী বলে?

ক. রবি কৃষি

খ. খরিপ কৃষি

গ. মিশ্র কৃষি

ঘ. বাগিচা কৃষি

৬৪. নিচের কোন প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে কৃষিঋণ প্রদান করে?

i. রাষ্ট্রায়ত্ত সব ব্যাংক

ii. BRDB

iii. SAARC

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৫. হুনান প্রদেশকে ধানের গোলা বলা হয়। হুনান প্রদেশটি কোন দেশে অবস্থিত?

ক. থাইল্যান্ড

খ. চীন

গ. ইন্দোনেশিয়া

ঘ. ভারত

৬৬. নিচের কোনটি সম্পূর্ণরূপে জলবায়ুর ওপর নির্ভরশীল?

ক. কৃষিকাজ

খ. ব্যবসা-বাণিজ্য

গ. পরিবহন

ঘ. শিল্পকর্ম

৬৭. আন্তর্জাতিক কৃষি সংস্থা—

i. IRRIF

ii. FAO

iii. BRRI

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৮. বাংলাদেশের চায়ের প্রধান ক্রেতা কোন দেশ?

ক. ইতালি

খ. ভারত

গ. জার্মানি

ঘ. যুক্তরাজ্য

৬৯. ফসলের হ্রাস-বৃদ্ধি বিশেষভাবে নির্ভরশীল—

i. দিনের স্থায়ীত্বের ওপর

ii. সূর্যের স্বল্পতা ও তীব্রতার ওপর

iii. বায়ুপ্রবাহের ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭০. নিচের কোন দেশটি ধান উৎপাদনে ষষ্ঠ কিন্তু রপ্তানিতে প্রথম?

ক. পাকিস্তান

খ. ব্রাজিল

গ. বাংলাদেশ

ঘ. থাইল্যান্ড

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৬১.গ ৬২.খ ৬৩.ক ৬৪.ক ৬৫.খ ৬৬.ক ৬৭.গ ৬৮.ঘ ৬৯.ক ৭০.ঘ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন