অধ্যায় ২
১২১. জাবেদা দাখিলা প্রণয়ন করা হয় কখন?
ক. লেনদেনের চুক্তি হওয়ার সঙ্গে সঙ্গে
খ. পণ্য বা সেবা সরবরাহের ফরমাশ পাওয়ার সঙ্গে সঙ্গে
গ. লেনদেনের সপক্ষে প্রমাণপত্র বা উৎস দাখিল পাওয়ার সঙ্গে সঙ্গে
ঘ. পণ্যদ্রব্য সরবরাহ করার পর
১২২. জাবেদায় সাধারণত নিচের কোনটি থাকে?
ক. খতিয়ান পৃষ্ঠা
খ. জাবেদা পৃষ্ঠা
গ. তারিখ
ঘ. ডেবিট ও ক্রেডিট কলাম
১২৩. জাবেদায় আবশ্যিক নিচের কোন বিষয়টি?
ক. ডেবিট ও ক্রেডিট সমান হওয়া
খ. শুধু ধারে লেনদেন লিপিবদ্ধ করা
গ. ডেবিট দিক বড় হওয়া
ঘ. ক্রেডিট দিক বড় হওয়া
১২৪. জাবেদায় কোন ক্রমানুসারে তারিখ লেখা হয়?
ক. সাল, মাস, দিন
খ. দিন, মাস, সাল
গ. মাস, দিন, সাল
ঘ. সাল, দিন, মাস
১২৫. লেনদেনকে শনাক্ত করার পরপরই জাবেদাভুক্ত করা হয় কেন?
ক. খতিয়ান বিশুদ্ধকরণের জন্য
খ. প্রামাণ্য দলিল সংরক্ষণের জন্য
গ. বাদ পড়ার সম্ভাবনা হ্রাসের জন্য
ঘ. ভুল সংশোধনের জন্য
১২৬. জাবেদা বইয়ের কোন কলামটি খতিয়ান তৈরির পর পূরণ করা হয়?
ক. খতিয়ান পৃষ্ঠা খ. তারিখ
গ. ডেবিট টাকা ঘ. ক্রেডিট টাকা
১২৭. বাট্টা প্রদান করা হলো ১০০ টাকা। এখানে ক্রেডিটে কোন হিসাবের সৃষ্টি হয়েছে?
ক. প্রদেয় হিসাব খ. প্রাপ্য হিসাব
গ. প্রাপ্ত বাট্টা ঘ. প্রদত্ত বাট্টা
১২৮. মিলনের নিকট থেকে ধারে ক্রয় ১০০ টাকা। এ ক্ষেত্রে মিলন কী?
ক. প্রাপ্য হিসাব খ. প্রদেয় হিসাব
গ. সুবিধা গ্রহণকারী ঘ. ক্রেতা
১২৯. ব্যাংকে জমাকৃত চেকটি প্রত্যাখ্যাত হলে কোনটির পরিবর্তন হয়?
ক. ব্যাংক হিসাব বৃদ্ধি পায়
খ. প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়
গ. প্রদেয় হিসাব বৃদ্ধি পায়
ঘ. নগদান হিসাব বৃদ্ধি পায়
১৩০. আসবাবপত্রের পরিবহন খরচ বাবদ নগদ প্রদান করা হলে কোন হিসাব ডেবিট করতে হয়?
ক. পরিবহন খরচ হিসাব
খ. অফিস সরঞ্জাম হিসাব
গ. আসবাবপত্র হিসাব
ঘ. নগদান হিসাব
সঠিক উত্তর
অধ্যায় ২: ১২১.গ ১২২.খ ১২৩.ক ১২৪.ক ১২৫.গ ১২৬.ক ১২৭.খ ১২৮.খ ১২৯.খ ১৩০.গ
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন