অধ্যায় ৫
১১. কোন আকরিক লৌহটি সর্বাপেক্ষা নিকৃষ্ট শ্রেণির, যার বর্ণ বাদামি ও ধূসর?
ক. ম্যাগনেটাইট খ. হেমাটাইট
গ. লিমোনাইট ঘ. সিডেরাইট
১২. দক্ষিণ আফ্রিকায় কোন ধরনের কয়লা পাওয়া যায়?
ক. পিট খ. লিগনাইট
গ. বিটুমিনাস ঘ. গ্রাফাইট
১৩. আকরিক লৌহ কোন শিল্পে ব্যবহৃত হয়?
ক. সিমেন্ট খ. ব্রিকস
গ. ইস্পাত ঘ. কাচ
১৪. তেলকে কী বলা হয়?
ক. স্বর্ণ খ. রৌপ্য
গ. তরল স্বর্ণ ঘ. তরল রৌপ্য
১৫. খনিজ তেল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
ক. রাশিয়া খ. সৌদি আরব
গ. যুক্তরাষ্ট্র ঘ. ভেনেজুয়েলা
নিচের উদ্দীপকটি পড়ে ১৬-১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও
মুকুল দৈনিক পত্রিকায় একটি খনিজ সম্পর্কে জানতে পারল। পৃথিবীতে জ্বালানি ও শক্তি সরবরাহকারী খনিজরূপে এর গুরুত্ব সর্বাধিক এবং এর অপরিহার্যতা ও বিশেষ গুরুত্বের জন্য একে তরল সোনা বলা হয়।
১৬. অনুচ্ছেদে ইঙ্গিত করা খনিজটির নাম কী?
ক. প্রাকৃতিক গ্যাস
খ. খনিজ তেল
গ. কয়লা
ঘ. বায়োগ্যাস
১৭. অনুচ্ছেদে ইঙ্গিত করা খনিজটির ব্যবহার লক্ষ করা যায়—
i. যন্ত্র ঘোরাতে
ii. বিমান চালাতে
iii. জ্বালানি হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. উক্ত খনিজটি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে—
i. নবীন ভঙ্গিল পর্বত অঞ্চলে
ii. প্রাচীন জলাভূমিতে
iii. অগভীর সমুদ্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোনটি?
ক. তিতাস খ. রশিদপুর
গ. হবিগঞ্জ ঘ. কৈলাসটিলা
২০. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত কোন জেলায়?
ক. নাটোর খ. যশোর
গ. খুলনা ঘ. পাবনা
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১১.ঘ ১২.গ ১৩.গ ১৪.গ ১৫.গ ১৬.খ ১৭.ঘ ১৮.ঘ ১৯.ক ২০.ঘ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন