এইচএসসি ২০২২ - ভূগোল ২য় পত্র | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৫

৫১. কয়লা উৎপাদনে নিচের কোন দেশ প্রথম?

ক. ভারত খ. জাপান

গ. যুক্তরাষ্ট্র ঘ. চীন

৫২. বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র কোনটি?

ক. হরিপুর খ. তিতাস

গ. রশিদপুর ঘ. ছাতক

৫৩. সৌরশক্তি কী ধরনের সম্পদ?

ক. অনবায়নযোগ্য খ. সীমিত

গ. নবায়নযোগ্য ঘ. সবিরাম

৫৪. বাংলাদেশের প্রথম কয়লাক্ষেত্র কোনটি?

ক. জামালগঞ্জ খ. দিঘীপাড়া

গ. বড়পুকুরিয়া ঘ. খালাসপীর

৫৫. ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রটি কোথায় অবস্থিত?

ক. নরসিংদী খ. পাবনা

গ. রাঙামাটি ঘ. সিরাজগঞ্জ

৫৬. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?

ক. ব্রোমিন খ. মিথেন

গ. ক্লোরিন ঘ. ফ্লোরিন

৫৭. নিচের কোনটি অধাতব খনিজ নয়?

ক. ম্যাঙ্গানিজ খ. অভ্র

গ. গন্ধক ঘ. গ্রাফাইট

৫৮. বাংলাদেশের অন্যতম জ্বালানি সম্পদ কোনটি?

ক. খনিজ তেল খ. প্রাকৃতিক গ্যাস

গ. কয়লা ঘ. বনের কাঠ

৫৯. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদের কাঁচামাল কোনটি?

ক. আকরিক লোহা

খ. তামা

গ. মিথেন

ঘ. কয়লা

৬০. বাংলাদেশের কোন জেলায় চীনামাটি রয়েছে?

ক. নেত্রকোনা খ. ময়মনসিংহ

গ. দিনাজপুর ঘ. ফরিদপুর

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৫১.ঘ ৫২.খ ৫৩.গ ৫৪.ক ৫৫.ক ৫৬.খ ৫৭.ক ৫৮.খ ৫৯.গ ৬০.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন